শেষ আপডেট: 5th December 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অশান্ত বাংলাদেশ। সেখানে এখন শুধুই চলছে ভারত বিরোধিতা আর সংখ্যালঘু নিধন যজ্ঞ। পদদলিত করা হচ্ছে ভারতের তেরঙ্গা পতাকা। অথচ এই বাংলাদেশের স্বাধীনতার জন্যই জীবন উৎসর্গ করেছে হাজার হাজার ভারতীয় সেনা। সেই দলের সদস্য হয়ে সমরেন্দ্রকুমার মণ্ডলও লড়াই করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। ভারতের এই অবদানের কথা বাংলাদেশের বর্তমান প্রশাসনের ভুলে যাওয়া দেখে তিনি আজ বড়ই বিস্মিত। বয়সের ভারে ভারাক্রান্ত হলেও জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই সেনানী। ক্ষোভ উগরে দিয়েছেন ইউনিস সরকারের বিরুদ্ধে।
কালনা শহরের মিশনপাড়ায় বাড়ি সমরেন্দ্রকুমার মণ্ডলের বাড়ি। খ্রীষ্টান ধর্মাবলম্বী তিনি। বাংলাদেশে হিন্দুদের উপর মৌলবাদীদের অত্যাচার ও ভারতের জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নিতে পারছেন না ৭৩ বছর বয়সের এই প্রাক্তন ভারতীয় সেনা। মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "২২ বছর বয়সে আমি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করি। সেনা হিসাবে কর্মজীবন শুরু হয় জম্মু কাশ্মীরে। তারপর ১৯৭১ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেই। ‘মিশন ক্যাকটাস লিলির’ শরিক হয়েছিলাম আমরা।"
তাঁর কথায়, "বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমি এবং আমার মতো আরও হাজার হাজার ভারতীয় সেনা নিজেদের জীবনকে বাজি রেখে মুক্তিযুদ্ধে লড়াই করে। বাংলাদেশ স্বাধীন হয়। অথচ ভারতের এই অবদান আজকের বাংলাদেশ অস্বীকার করছে। এমনকী বাংলাদেশে ভারতের তেরঙ্গা পতাকার অপমান করা হচ্ছে। বাংলাদেশের এই বিশ্বাসঘাতকতা ও ভারত বিদ্বেষী মনোভাব কিছুতেই মেনে নিতে পারা যাচ্ছে না।"
বাংলাদেশে ঘটে চলা হিংসা হানাহানি ও অরাজকতার ঘটনা টেলিভিশনের পর্দায় দেখে নিজের ক্ষোভ-দুঃখ চেপে রাখতে পারেননি সমরেন্দ্রবাবু। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, "ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হয়ে আমি আমার দেশের জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নিতে পারছি না। যে কোনও দেশের জাতীয় পতাকা সেই দেশের বাসিন্দাদের কাছে গর্বের ও মর্যাদার প্রতীক। ভারতীয় সেনারা যে দেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিল, সেই দেশে আজকে
ভারতে জাতীয় পতাকার অবমানা হচ্ছে,ভারতের প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে। এটা কল্পনার অতীত।" কী করছে ইউনুস সরকার, সেই প্রশ্নও তোলেন তিনি।