Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বাংলাভাষীদের উপর আক্রমণ, মঙ্গলে অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেকচন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, প্রধান শিক্ষক আটকমুখ্যসচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারারা, আজকের মধ্যেই 'যোগ্য' তালিকা প্রকাশের দাবিSSC: নতুন নিয়োগ বিধি ঘিরে হাইকোর্টে টানাপড়েন, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চবাইকে বেপরোয়া ধাক্কা মেরে ১০০ মিটার হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকেরনীতি আয়োগের রিপোর্টে উজ্জ্বল বাংলা, কমেছে বেকারত্ব, উন্নত হয়েছে জীবনমান: মুখ্যমন্ত্রীসন্ধে হলেই জিলিপি-সিঙাড়া? প্রিয় স্ন্যাক্স নিঃশব্দে ডেকে আনছে বিপদ, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞসোশ্যাল মিডিয়া জুড়ে তন্ময়ের আপত্তিকর ছবি, বরানগর থানায় অভিযোগ দায়ের সিপিএম নেতার'অন্যায় বরদাস্ত নয়', ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা ইস্যুতে সকলকে পথে নামার বার্তা মমতারশক্তির উৎসব! কলকাতায় 'শক্তি' সম্মাননার হাত ধরে নারীশক্তিকে কুর্নিশ ‘কল্পবৃক্ষ’-এর
Asansol Jute Mill Reopened

১৩ বছর বন্ধ থাকার পর খুলছে রানিগঞ্জের জুটমিল, সুদিনের আশায় বুক বাঁধছেন হাজারের বেশি শ্রমিক

শনিবারই হুগলি জুট মিলের কাছে মঙ্গলপুর মাঝিপাড়া ফুটবল ময়দানে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন চাকরিহারা শ্রমিকরা।

১৩ বছর বন্ধ থাকার পর খুলছে রানিগঞ্জের জুটমিল, সুদিনের আশায় বুক বাঁধছেন হাজারের বেশি শ্রমিক

চাকরিহারা জুট মিল শ্রমিকরা

শেষ আপডেট: 24 November 2024 14:35

দ্য ওয়াল ব্যুরো: কেটেছে জট। খুব তাড়াতাড়ি খুলতে চলেছে ১৩ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা রানিগঞ্জের হুগলি মিল প্রোজেক্ট লিমিটেড। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে নতুন করে কাজ ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন কমপক্ষে ১১০০ শ্রমিক।

তবে পুরনো শ্রমিকদের কাজে ফিরতে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য হাতে আবেদনপত্র তুলে দেওয়া হয়েছে বলে খবর। সেই ফর্মে সই করেই আবেদন জানানোর কথা বলা হয়েছে।

বাম শ্রমিক সংগঠন সিটুর (CITU) তরফে জানানো হয়েছে, আগামী বছরের পয়লা কিংবা ২ ডিসেম্বরের মধ্যেই ফের চেনা ছন্দে ফিরবে রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের এই জুটমিলশনিবার হুগলি জুট মিলের কাছে মঙ্গলপুর মাঝিপাড়া ফুটবল ময়দানে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন চাকরিহারা শ্রমিকরা। কীভাবে আবেদনপত্র জমা দিতে হবে, ঠিক কী কী সেখানে লিখতে হবে তা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় বলে খবর।

শনিবারের বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা সিটু নেতা রুনু দত্ত, উমাপদ গোপ, অরূপ লায়েক, বাম জুট মিল সংগঠনের সভাপতি নিলয় লায়েক, বাম জুট মিল সংগঠনের সম্পাদক এমডি আনিস-সহ মিলের উচ্চপদস্থ আধিকারিকরা

শনিবার ৮০০ জন শ্রমিকের হাতে আবেদনপত্রের কপি তুলে দেওয়া হয়েছে। আগামী ২৫ শে নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন পত্র জমা নেওয়া হবে। অর্থাৎ যারা জুটমিলে কর্মরত ছিলেন সে সব শ্রমিকদের আবেদন পত্র খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

জুট মিল খুললেও আবেদন পত্র ধরাতেই আশঙ্কার মেঘ দেখছেন অনেক শ্রমিক পরিবার। তাঁদের দাবি, যারা সত্যিই এই জুটমিলে কাজ করতেন আদৌ তারা নতুন করে কাজ ফিরে পাবেন কী না তা নিয়ে মাথাব্যথা থেকেই যাচ্ছে। তবে হুগলি মিল প্রোজেক্ট লিমিটেডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যারা আগে থেকে কাজ করতেন তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।


ভিডিও স্টোরি