শেষ আপডেট: 1st November 2024 16:49
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : কালীপুজোর রাতে দুঃসাহসিক চুরির আউশগ্রাম থানার দেয়াশা গ্রামের কালী মন্দিরে। আনুমানিক দেড়ভরি ওজনের সোনা ও চারভরির মতো রুপোর গয়না চুরি হয়েছে। চুরির খবর পেয়েই গুসকরা ফাঁড়ির পুলিশ গ্রামে যায়। ঘটনা জানাজানি হতেই আলোড়ন পড়ে গ্রামে।
বৃহস্পতিবার সকাল থেকে চূড়ান্ত ব্যস্ত ছিল দাস পরিবারের সদস্যরা। পুজো শেষ হয় রাত ১২ টার পর। পুজো শেষে মন্দির তালা বন্ধ করে বাড়ি চলে যান তাঁরা। শুক্রবার সকালে মন্দিরের তালা খুলতে গিয়ে দেখেন মন্দিরের সদর দরজার তালা ভাঙা। দেবীর সমস্ত সোনা ও রূপোর অলংকার উধাও।
দাস পরিবারের প্রবীণ সদস্যা অমিতা দাস জানান, কালীপুজোয় তাদের কুলদেবীকে পরানো হয় সোনা ও রূপোর গহনা।প্রতি বছর এই নিয়ম পালন করেন তাঁরা। রাতে পুজোর পরে মন্দির তালা বন্ধ করে চলে এসেছিলেন। সকালে গিয়ে দেখেন সমস্ত অলঙ্কার চুরি করে নিয়েছে চোর।
নবমীর ভোররাতে ৭০-৮০ লক্ষ টাকার গয়না চুরি হয় কেতুগ্রামের দুর্গামন্দির থেকে। কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের প্রায় ৩৫০ বছরের প্রাচীন পারিবারিক ওই দুর্গামন্দির। মন্দির থেকে প্রায় ৪০০ ভরি রুপো ও ১৫-২০ ভরির সোনার গহনা চুরি হয়। ওই দুঃসাহসিক চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তবুও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।