শেষ আপডেট: 1st November 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো: বাইকের বেপরোয়া গতির জের! কালীপুজোর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। কালনা-কাটোয়া রোডের সমুদ্রগড় গৌরাঙ্গ পাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, রাত ৯টা নাগাদ চারজনই একটি বাইকে চেপে সমুদ্রগড় রেল বাজার এলাকা থেকে জালুইডাঙ্গার দিকে যাচ্ছিলেন। কারও মাথায় ছিল না হেলমেট। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে আশেপাশের কোনও দিকে নজর দেননি চালক।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমেই একটি মহিলাকে ধাক্কা মারে। তারপরই একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতেই সেটি উল্টে যায়।
জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে দুজনকে গুরুতর আহত অবস্থায় কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃতদের নাম সেলিম মোল্লা, বাক্কর মণ্ডল, নওয়াজ মণ্ডল ও আরিফ শেখ। এদের মধ্যে সেলিম, বাক্কর ও নওয়াজ সমুদ্রগড়ের ডাঙাপাড়ার বাসিন্দা। পারুলডাঙার বাসিন্দা আরিফ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল থমকে যায়। দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চারজনই মত্ত অবস্থায় ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, কালনা-কাটোয়া সড়কে গাড়ির দৌরাত্ম্য বেড়েই চলেছে। পুলিশ সবকিছু জানলেও কোনও পদক্ষেপ করে না। বারবার এমন দুর্ঘটনা ঘটলেও কোনওভাবেই প্রবণতা কমানো যাচ্ছে না।