শেষ আপডেট: 26th September 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সঙ্গে টানাপড়েনের মধ্যেই ফের মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ সামান্য বাড়াল ডিভিসি। পরপর দুদিন জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমানো হয়েছিল। কিন্তু নিম্নচাপের দরুণ ফের প্রবল বর্ষণ শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবারের তুলনায় বুধবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ১ হাজার কিউসেক বেশি জল ছাড়ে ডিভিআরআরসি অর্থাৎ দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি।
বুধবার দুটি জলাধার থেকে সবমিলিয়ে ২৬ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিআরআরসির সদস্য সচিব শশী রাকেশ জানান, মাইথন থেকে ১৬ হাজার ৫০০ ও পাঞ্চেত থেকে ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই মুহুর্তে মাইথনে ৪৮৩ ও পাঞ্চেতে ৪১৩ ফুট জলস্তর রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত পাঞ্চেত এলাকায় ১০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। দামোদর বরাকর উপত্যকা বা ক্যাচমেন্ট এরিয়া ও তেনুঘাট এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম। যদিও বৃহস্পতিবার এইসব এলাকাতেই ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সকাল থেকে চলছে বৃষ্টি।
বৃষ্টি বেশি হলে, সেক্ষেত্রে এই দুই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কী হবে, তা পরে আলোচনা করে ঠিক করা হবে বলে, ডিভিআরআরসি সূত্রে জানা গেছে। রাজ্যে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বারবারই ডিভিসিকে দুষেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছেন। এরপরেই ডিভিআরআরসি থেকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ও ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের বোর্ড থেকে বিদ্যুৎ দফতরের প্রধান সচিবের পদত্যাগ করার কথা রবিবার জানানো হয়েছিল।
তারপরে দুদিন সোমবার ও মঙ্গলবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়েছিল ডিভিআরআরসি। সোমবার মাইথন ও পাঞ্চেত থেকে সবমিলিয়ে ৩৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। তার মধ্যে মাইথন থেকে ৩০ ও পাঞ্চেত থেকে ৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। মঙ্গলবার জল ছাড়ার পরিমাণ আরও কমানো হয়। কিন্তু লাগাতার ভারী বৃষ্টি চলায় পরিস্থিতি কোনদিকে যাবে সেটাই এখন দেখার।