শেষ আপডেট: 9th September 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আরজি কর নিয়ে প্রতিবাদ এখন ঝড় তুলেছে গোটা বাংলায়। কলকাতার রাস্তায় এখন প্রতিদিনই চলছে মিছিল, বিক্ষোভ, রাতদখল। সেখানে শোনা যাচ্ছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে 'আর কবে গান'। আরজি করের ডাক্তারি পড়ুয়াকে খুন ও ধর্ষণের প্রতিবাদে গান বাঁধলেন দুর্গাপুরের বিশিষ্ট বাউলশিল্পী জীবনকিশোর চট্টোপাধ্যায়। তাঁর গান, 'চল রে ভাদু চল, আরজি করে চল' এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জীবনকিশোর বাউল শিল্পীদের মধ্যে অতিপরিচিত নাম। রেডিও ও টেলিভিশনে তিনি বাউলশিল্পীর আসর জমিয়েছেন। দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ জোনে পরিবার নিয়ে থাকেন। গান গাওয়ার পাশাপাশি তিনি গীতিকার এবং বাদ্যকারও। একইসঙ্গেই ইংরাজির শিক্ষক।
জীবনকিশোর জানিয়েছে, তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি একজন শিল্পী। তাই নিজের ভাষাতেই তিনি আরজি করের নির্যাতিতার জন্য ন্যায় বিচার চেয়েছেন। শিল্পীর কথায়, "আরজি করের ঘটনাতে নতুন করে কিছু বলার নেই। আমরা তো কোনও রাজনৈতিক লোক নই। যে রাজনৈতিক মঞ্চে গিয়ে প্রতিবাদ জানাব। ফলে গান আমরা যা বলতে চাই, গানে গানে বলি।"
শিল্পী আরও বলেন, "রাঢ়বঙ্গ চলছে ভাদু পরব। ভাদু একজন প্রতিবাদী মেয়েছিল। যাঁর এমন আকস্মিক মৃত্যু ঘটেছিল। তাই অভয়ার সঙ্গে ভাদুর কোথায় যেন একটা মিল খুঁজে পেয়েছি। তাই ভাদুর কাছে আমার আবেদন যে চল একবার আরজি করে কী হচ্ছে। আমি চাই এই ঘটনার বিচার হোক।"
তাঁর একমাত্র মেয়ে বৃতি চট্টোপাধ্য়ায় কলকাতায় থাকেন। বৃতিও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের লোকসঙ্গীত নিয়ে মাস্টার্স করছেন। তিনিও পেশাগতভাবে বাউলশিল্পী। আরজি করের প্রতিবাদে গান বাঁধায় বাবার কাজে তিনি গর্বিত। তিনিও বাবার সঙ্গে গানে গলা মিলিয়ে আসল দোষীরা শাস্তি চাইলেন।