শেষ আপডেট: 12th November 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ১২ বছর পরে দুর্গাপুরের মহিলা কো-অপারেটিভ নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচন ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে। মঙ্গলবার মনোনয়ন দাখিল করতে এসেছিলেন সিপিএম প্রার্থীরা। তাদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ দেখায় সিপিএমের ৩৩ জন প্রার্থী ও নেতাকর্মীরা। বিক্ষোভ চলতে চলতে দুপুর দুটো বেজে যায়। এতে মনোনয়নপত্র দাখিলের সময় পেরিয়ে যায়। ফলত মনোনয়নপত্র জমা না দিয়েই সিপিএম কর্মীদের ফিরতে হয়েছে।
সিপিএমের অভিযোগ, গত এক দশক ধরে মহিলা কো-অপারেটিভ নির্বাচন হয়নি। অবশেষে ১২ বছর পর নির্বাচন হতে চলেছে এই সমবায়ে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল মঙ্গলবার। সোমবার তৃণমূল মনোনয়ন পত্র জমা দিয়েছে। আজ, মঙ্গলবার সিপিএম মনোনয়নপত্র জমা দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এমনকী তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ।
বিক্ষোভকারীদের মধ্যে একজনের দাবি, তৃণমূল মনোনয়নপত্র জমা দিতে গেলে কোনও বাধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু সিপিএম মনোনয়ন জমা দিতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছে। কর্মীদের মারধর করা হয়েছে। এমনকী মোবাইলও কেড়ে নেওয়া হয়। পুলিশ সামনে এতকিছু ঘটে গেলেও পুলিশ নিশ্চুপ। তাই বাধ্য হয়ে সিপিএম রাস্তা অবরোধে নেমেছে।
তৃণমূল নেত্রী অসীমা চক্রবর্তী জানিয়েছেন, বিরোধী প্রার্থীদের লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। তারা তা মানেননি। উল্টে পথ অবরোধ করেছেন, দলের পক্ষ থেকে কেউ তাদের বাধা দেয়নি, হেনস্থাও করেনিl র্থীর মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার যে অভিযোগ উঠছে তা মিথ্যে। এর কোনও প্রমাণও নেইl কাজেই এক তরফাভাবে তৃণমূল ৩৩টি মনোনয়নপত্র জমা দিয়ে বিরোধীশূন্যভাবে জয়লাভ করল, জয়ী হওয়ার ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।