শেষ আপডেট: 17th October 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জলের স্রোতে ভেসে গেল বাইক। কোনওমতে প্রাণে বাঁচলেন এক যুবক। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে শোরগোল পড়ল দুর্গাপুরের এনআইটি (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি) সংলগ্ন এলাকায়।
বুধবার রাতভর বৃষ্টির জেরে গোটা জলমগ্ন দুর্গাপুর। শিল্পনগরীর বহু রাস্তা জলের তলায়। গান্ধী মোড় থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি হয়ে ইস্পাত নগরী যাওয়ার প্রধান রাস্তাও নদীর রূপ নিয়েছে। বৃহস্পতিবার ভোরে দুর্গাপুরের এ-জোনের শিবাজী থেকে সোমনাথ চক্রবর্তী নামের ওই যুবক বাইক নিয়ে এনআইটির জলমগ্ন রাস্তা ধরে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে কাজে যাচ্ছিলেন। তখনই জলের স্রোতে বাইক থেকে পড়ে যান যুবক। জলের স্রোত এতটাই ছিল, যে বাইকটি ভেসে যায়। ওই যুবক কোনক্রমে প্রাণে বাঁচেন।
তিনি বলেন, "বাইকটিকে আগলে রাখার চেষ্টা করছিলাম। তখন আমাকেও জলের স্রোতে টানতে থাকে। বাইকটি ছেড়ে দিয়ে কোনওরকমে প্রাণে বেঁচেছি। কিন্তু ভেসে গেছে বাইকটা। কী করে বাইকটি আবার ফিরে পাব তা নিয়ে চিন্তায় রয়েছি।"
বুধবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দুর্গাপুরের বেশ কিছু অঞ্চল l পুরসভার অনেকগুলি ওয়ার্ড জলমগ্ন। জল জমেছে দুর্গাপুর এনআইটি সংলগ্ন রাস্তায়। তপোবন এলাকাও সম্পূর্ণ জলমগ্ন l বেলা বাড়লেও বৃষ্টি থামার নাম নেই l ২৪ নম্বর ওয়ার্ডের নিবেদিতা পার্ক জলের তলায় l ২৬ নম্বর ওয়ার্ড স্টিল পার্ক এলাকা জলমগ্ন l বেলা গড়ানোর পরেও ঘর থেকে বের হতে পারেননি অনেকেই l শিল্পাঞ্চলের মানুষ উদ্বিগ্ন হয়ে চেয়ে রয়েছেন কখন বৃষ্টি থামবে l