শেষ আপডেট: 9th July 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সরকারি জমির উপর গড়ে তোলা হয়েছিল তৃণমূল ব্লক অফিস। দখল জমি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে নড়েচড়ে বসে প্রশাসন। তাই ওই ব্লক অফিস ভেঙে ফেলার জন্য সরকারিভাবে নোটিশ জারি করা হয়েছিল। এবার বুলডোজার দিয়ে গুঁড়ি দেওয়া হল তৃণমূলের সেই পার্টি অফিস।
দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিটি সেন্টারে কাছেই ছিল তৃণমূল কংগ্রেসের দু'নম্বর ব্লক অফিস। অভিযোগ, সরকারি জমির দখল করে অবৈধভাবে কার্যালয়টি গড়ে তোলা হয়েছিল। মুখ্যমন্ত্রী সরকারি জমি দখল নিয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলার পরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কয়েকদিন আগে এবিষয়ে একটি নোটিশ পাঠায়। এরপর তৃণমূল কর্মী-সমর্থকরা নিজেরাই অফিস থেকে জিনিসপত্র বের করে নেন। মঙ্গলবার অবশেষে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল তৃণমূলের সেই ব্লক অফিস।
বিষয়টি নিয়ে দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, "নোটিশ পাওয়ার পরেই আমরা নিজেরাই টিনের শেড খুলে দিয়েছিলাম। লোকসভা সহ একাধিক নির্বাচন এই কার্যালয় থেকে পরিচালনা করা হয়েছে।"
এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কথায়, "কয়েকমাস আগেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে অবৈধভাবে গড়ে উঠে একটি ক্লাব। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সেটিকে ভেঙে ফেলে। কিন্তু ওই সময় তৃণমূলের এই ব্লক অফিস ভাঙেনি তারা। এখন নিজেদের মুখ বাঁচানোর চেষ্ট করছে তৃণমূল।