শেষ আপডেট: 19th September 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এনভিএফ হেডকোয়ার্টারে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জলসা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। সেই ঘটনায় ৪ এনভিএফ কর্মী সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত এসআই দুর্গাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, কোকওভেন থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমবঙ্গ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের (এনভিএফ) হেডকোয়ার্টার রয়েছে। সেখানে দুর্গাপুরের বিশ্বকর্মা পুজো আয়োজন করা হয়েছিল। বুধবার গভীর রাতে লাউড স্পিকার বাজিয়ে চলছিল জলসা। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেতেই কোকওভেন থানার পুলিশ এনভিএফ হেডকোয়ার্টারে পৌঁছায়। অভিযোগ, স্পিকার বন্ধ করার কথা বলেই এএসআই সঞ্জয় ঘোষের উপর হামলা চালায়। তখন এনভিএফ-এর কর্মীরা মদ্যপ অবস্থায় ছিলেন।
তারপরেই কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। চারজনকে গ্রেফতার করে। ধৃত চার এনভিএফের কর্মীর নাম শীতল দাস, নুরমান মিদ্যা, মনসা রাম সরেন, যোগেশ্বর গড়াই। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন,"বুধবার রাতে প্রচণ্ড জোরে লাউড স্পিকার বাজানো হচ্ছিল এনভিএফ হেডকোয়ার্টারের বাউন্ডারিতে। সেই অভিযোগ পেয়ে পুলিশ পৌঁছতেই মদ্যপ অবস্থায় তাদের ওপর হামলা চালায় এনভিএফের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় এএসআই সঞ্জয় ঘোষকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই নয় জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের তদন্ত চলছে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।" যদিও বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি এনভিএফের আধিকারিকরা।