শেষ আপডেট: 15th September 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম দীপক দাস। তার বাড়ি ফরিদপুর এলাকায়। এই মামলায় ফরিদপুরের আরও এক বাসিন্দা দয়াময় দাসও অভিযুক্ত। এছাড়াও ভিড়িঙ্গি এলাকার তিনজন সুনীল ও অনিমেশ সহ বিধান দের নামও উঠে এসছে। অভিযোগ, আমরাই এলাকার বাসিন্দা সুজিত চট্টোপাধ্যায় এক ব্যক্তি কাছ থেকে তারা চাকরি দেওয়া নাম করে প্রতারণা করে।
ওই ব্যক্তির অভিযোগ, রেল বিভাগে চাকরি করিয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে টাকা নিয়েছে অভিযুক্ত। মোট ১০ লক্ষ টাকা দিয়েছেন। তাছাড়া ফরিদপুরের এক ব্যক্তি বরুণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে প্রায় সাড়ে ৭ লক্ষ ও বেনাচিতির বাসিন্দা নীলিমা পালের প্রায় ১২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়েছে এই ব্যক্তি। নীলিমা দেবী ছেলের চাকরি জন্য বাড়ি বিক্রি করে ওই টাকা দিয়েছিলেন।
অধিকাংশ টাকা নগদ দেওয়ায় পুরো প্রমাণ তাঁদের কাছে নেই বলে দাবি। তাঁদের মতো আরও অনেকের কাছ থেকে এভাবে টাকা নিয়েছে ওই ব্যক্তি।