শেষ আপডেট: 7th August 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক কিশোর। তিনি ধরে ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে দুর্গাপুরে।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, নিখোঁজ ওই কিশোরের নাম সন্তোষ সাউ(১৪)। দুর্গাপুরের পলাশডিহা এলাকার বাসিন্দা। বাবা, মা দিনমজুর। রোজই কাজে বেরিয়ে যান। বাড়িতে একাই থাকত সন্তোষ। নিখোঁজ হওয়ার দিন সন্তাষ পাড়ার মাঠে খেলতে গেছিল। সন্তোষের মা বাড়ি ফিরে এসে ছেলে খুঁজে পাননি। গভীর রাত পর্যন্ত ছেলে বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি। পাড়ায় খোঁজাখুঁজির করেও কোনও হদিশ পাননি ছেলের। অবশেষে ২ তারিখ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
কিশোরের মা সঞ্জু দেবী সাউ বলেন,"১ তারিখ আমি সিটি সেন্টারের ফ্ল্যাটে গেছিলাম কাজ করতে। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন সন্তোষ পাড়ার মাঠে খেলতে গেছিল। আমি যখন দুপুর আড়াইটে নাগাদ বাড়ি ফিরে তখন বাড়িতে সন্তোষকে দেখতে পাইনি। প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে প্রতিবেশীরা বলেন, সন্তোষ সাড়ে এগারোটা সময় বাড়ি থেকে বেরিয়েছিল। সন্তোষ পড়াশোনা করত না। আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন।"