দুর্গাপুর মহকুমা হাসপাতাল
শেষ আপডেট: 11th September 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে 'গ্রাম চলো' অভিযানে নেমেছিলেন পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এই কর্মসূচির শেষে বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোয় গুরুতর জখম হন ওই বিজেপি নেতা। তিনি আপাতত দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার। সেখানেই হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ঘটনাকে 'ভিত্তিহীন' বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল নেতৃত্বের।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে শ্রীকৃষ্ণপুরে 'গ্রাম চলো' কর্মসূচি ছিল। যেখানে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। একই সঙ্গে মেধাবী কৃতি পডু়য়াদের সম্বর্ধনা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ওই দিন কর্মসূচীতে উপস্থিত হয়েছিল স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামী বিকাশ লাহা। অভিযোগ, সেখানে আচমকাই বেশ কয়েকটি বাইক নিয়ে উপস্থিত হয় দুষ্কৃতীরা। তাদের হাতে ধারাল অস্ত্র ছিল। কর্মসূচী বানচাল করতে সেখানে তাণ্ডব শুরু করেন। বিকাশ লাহাকে বাধা দিতে গেলে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। চোখে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।পরে গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে অবস্থার অবনতি হলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের লাউদোহা থানার শ্রীকৃষ্ণপুর গ্রামে।