শেষ আপডেট: 21st July 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: হিন্দি আর ইংরেজিতে লেখা রয়েছে হোটেলের নাম। আবার সেই হোটেলে কাজ দেওয়া হচ্ছে বহিরাগতদের। এই অভিযোগ তুলে রবিবার সকালে দুর্গাপুরের গোপাল মাঠের ১৯নম্বর জাতীয় সড়কের ধারে বেসরকারি হোটেলের সামনে তুমুল বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা। বিক্ষোভের নেতৃত্ব দেয় ভূমি রক্ষা কমিটির সদস্যরা।
দ্রুত হোটেলের নাম বাংলায় লিখতে হবে এবং স্থানীয়দের কাজ দিতে হবে এই দাবি তোলেন ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। তিনি বলেন,"এ মাটি বাংলার, এ মাটি গোপালমাঠের। কিন্তু বেসরকারি হোটেলে বড় বড় করে হিন্দি আর ইংরেজিতে হোটেলের নাম লেখা হচ্ছে। অথচ বাংলায় লেখা কোনও ব্যানার বা সাইন বোর্ড থাকছে না। বহিরাগতদের নিয়ে এসে কাজ দেওয়া হচ্ছে হোটেলে দ্রুত হোটেলের নাম বাংলায় লিখতে হবে। মালিকপক্ষকে স্থানীয়দের কাজ দিতে হবে।"
কর্তৃপক্ষের কাছে দু'দফা দাবি জানানো হয়েছে। দ্রুত দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এলাকার মানুষ। তাঁদের সঙ্গে দেবে ভূমিরক্ষা কমিটিও। যদিও হোসে কর্তৃপক্ষের দাবি, তাঁদের হোটেলের কর্মীদের মধ্যে বেশিরভাগ এলাকারই। বিষয়টি নিয়ে তাঁরা খতিয়ে দেখবেন।