শেষ আপডেট: 21st January 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পঞ্চায়েত কার্যালয়ের ভিতর এক ঠিকাদারের জন্মদিন পালন করা নিয়ে তৈরি হল তুমুল বিতর্ক। অন্ডাল ব্লকের উখরা পঞ্চায়েতের ঘটনা। কার্যালয়ের ভেতর ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দায় সরব হয়েছে বিরোধীরা।
কিছুদিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন একটি থানায় তৃণমূলের এক নেতার জন্মদিন পালন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আরও বেশ কিছু ঘটনার উদাহরণ রয়েছে। এবার একই ছবি দেখা গেল অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে।
অভিযোগ, সোমবার পঞ্চায়েত কার্যালয়ের ভিতর পালন করা হয় ওই ঠিকাদারের জন্মদিন। রীতিমতো উৎসব করে কাটা হয় কেক। করা হয় মিষ্টিমুখ। জন্মদিন পালনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সায়গল সহ অন্যরা।
এই ঘটনায় ক্ষুব্ধ দলেরই একাংশ। পঞ্চায়েত দফতরে ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দায় সরব হয়েছেন তাঁরা। এই ঘটনা প্রকাশ্যে আসতে সরব হয়েছেন বিরোধীরাও। তাঁদের বক্তব্য, এই ঘটনায় প্রমাণ হয় ঠিকাদারদের সাথে শাসক দলের জনপ্রতিনিধি ও নেতাদের গোপন আঁতাত আসলে কতটা গভীর।