শেষ আপডেট: 6th January 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শিশুর দেহ বদলের অভিযোগ উঠেছিল বর্ধমানের হাসপাতালের বিরুদ্ধে। মৃত শিশুকন্যার বদলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছিল মৃত একটি পুত্র সন্তান। বিক্ষোভ সামলাতে দ্রুত নিজেদের ভুল শুধরে নিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকার আখিনা গ্রামের বাসিন্দা সুমিত্রা কৈবর্ত গত ২ জানুয়ারি বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে শিশু কন্যার জন্ম দেন। শিশুটির শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে ৩ জানুয়ারি বর্ধমান হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ৫ জানুয়ারি রাতে হাসপাতাল থেকে জানানো হয়, শিশুটি মারা গেছে। পরিবারের অভিযোগ, মৃতদেহ নিতে গিয়ে তাঁরা দেখেন শিশুকন্যার পরিবর্তে শিশুপুত্রের দেহ দেওয়া হয়েছে। মৃত শিশুর দেহ নিতে তাঁরা অস্বীকার করায় তাদের জোর করে হাসপাতাল থেকে বার করে দেওয়া হয়।
সুমিত্রা কৈবর্তের ভাই প্রসেনজিৎ পাকড়ে বলেন, "আমরা অসহায়। আমরা জানতেই পারিনি আমাদের বাচ্চা জীবিত নাকি মৃত।"ক্ষোভের আঁচ পেয়ে তড়িঘড়ি আসরে নামেন কর্তৃপক্ষ। তারা এরপরে মৃত কন্যা সন্তানের দেহ পরিবারের হাতে তুলে দেন। মৃত শিশু কন্যার বাবা সুপ্রভাত কৈবত্য বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, এটি টাইপের ভুল।"
কিন্তু এই মারাত্মক গাফিলতি, দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, "এই ঘটনায় শিশু বদলের কোনও সম্পর্ক নেই। এটা একেবারেই ক্লারিকেল মিসটেক।"