ইসিএল কর্মীকে ১০ বছরের সাজা দিল স্পেশ্যাল সিবিআই আদালত
শেষ আপডেট: 11th September 2024 19:20
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রতারণার অভিযোগে এক ইসিএল কর্মীকে ১০ বছরের সাজা দিল স্পেশ্যাল সিবিআই আদালত। শুধু তাই নয়, দোষীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী।
আসানসোল উত্তর থানার অন্তর্গত কাখঁয়া গ্রামের বাসিন্দা সন্দীপ সাধু। সে ইসিএল সাঁকতোড়িয়ার ডিসপ্যাচ বিভাগের কর্মী। সন্দীপের বিরুদ্ধে প্রতারণা অভিযোগ উঠেছিল। শুনানির শেষে দোষী সাব্যস্ত করেন বিচারক।
সিবিআই সূত্রে জানাগিয়েছে, ওড়িশার ঝারসুগাডার বাসিন্দা অজয় দাস পানিকার। ২০১৮ সালে ইসিএলের অ্যাপ্রেনটিসের চাকরি পেয়েছিলেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসানসোলের সাঁকতোরিয়াতে ইসিএলের হেড কোয়ার্টারে এসেছিলেন। তখন সন্দীপ সাধু তাঁকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা চেয়েছিল। অজয় পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব ছিল না। তাই তিনি টাকা দিতে অস্বীকার করেন। তখন অজয়ের কাছে ৯০ হাজার টাকা দাবি করে সন্দীপ। তা না দিলে কাজ হবে না, বলে সাফ জানিয়ে দেয়। ঘটনার পরেই অজয় এই বিষয়টি সিবিআইকে জানান। সিবিআই আদালতে মামলা রুজু করে। ঘটনার তদন্ত শুরু হয়। তদন্ত চলার সময়ে ইসিএলের মূখ্য দফতরের এইচ আরডি সুভাষচন্দ্র গুপ্ত ও তার পিএ মানস ভুঁইয়ার নামও আসে। তবে এই মামলায় থেকে রেহাই পেয়ে যান দুজনেই। এই মামলায় ১৩ জন সাক্ষী দেয়।
সিবিআই আইনজীবী রাকেশ কুমার সিং বলেন, ২০১৮ সালে ৩ মে তাকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে মাত্র ৬ বছরের মধ্যে তারা সাজা ঘোষণা হয়।