শেষ আপডেট: 8th November 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আবদুল কালিম ওরফে আজাদকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালে কলকাতা পুলিশ জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত আজাদকে গ্রেফতার করেছিল।
এদিন বিচারপতি জয়মাল্য বাগচী জানান, ইতিমধ্যেই আট বছর জেল খেটেছে অভিযুক্ত। ট্রায়াল শুরু হলেও অদূর ভবিষ্যতে কবে বিচার প্রক্রিয়া শেষ হবে তা অজানা। তাই ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আজাদের জামিন মঞ্জুর হয়েছে।
২০১৪ সালের ২ অক্টোবর অষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল শাকিল গাজি নামে এক ব্যক্তির। গুরুতর আহত ছিল করিম শেখ নামে আরও এক জন। প্রথমে জেলা পুলিশ পরে সিআইডি এবং সব শেষে ঘটনার তদন্তভার নিয়েছিল এনআইএ।
ঘটনার পিছনে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-এর নাম জড়ায়। বিস্ফোরণের পর ওই বাড়ি থেকেই গ্রেফতার হয় গুলসানা বিবি ওরফে রাজিয়া এবং আলিমা বিবি নামে দুই মহিলা।
দোষীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশদ্রোহিতা, ইউএপিএ, অস্ত্র আইন-সহ বিভিন্ন ধারায় মামলা হয়। এ ছাড়া বাংলাদেশি চার জনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টেও মামলা রুজু করেছিল এনআইএ।
পলাতক এই জঙ্গিদের খোঁজে পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন জায়গায় মাথার দাম ঘোষণা করে পোস্টার দিয়েছিল এনআইএ। কেরালা পুলিশের সাহায্যে আজাদকে পাকড়াও করে এসটিএফ।