শেষ আপডেট: 3rd January 2025 07:48
পাশাপাশি অভিযোগ, চুরি করার আগে রান্নাঘরের ফ্রিজ থেকে ডিম বার করে তারা রান্না করে খেয়েছে। মৃত্যুঞ্জয় দাসের কথায়, 'রান্নাঘরে আটটি ডিম ভেজে মুড়ির সঙ্গে খেয়েছে চোরেরা। ডাইনিং স্পেসে বসে মদ্যপান করেছে।'
এর পরে চোরেরা পালানোর সময় মৃত্যুঞ্জয়ের স্ত্রীর একটি নতুন স্কুটিও নিয়ে গেছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত্যুঞ্জয়। তবে আরও অবাক করা কাণ্ড, থানায় অভিযোগ জানাতে গিয়ে বাড়ি মালিক দেখেন থানাতেই দাঁড় করানো রয়েছে তাঁর স্কুটিটি। পুলিশ জানিয়েছে, রাতে গাড়িটি আটক করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। চোরদের খুঁজে বের করার জন্য স্থানীয়দের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নিয়ে এখন তোলপাড় পড়ে গেছে এলাকায়।