শেষ আপডেট: 1st November 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গুসকরা শহরের বাসিন্দা স্কুল শিক্ষক তপন দাস শুধু মাত্র কলাপাতা, কাগজ, আঠা ইত্যাদি পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করেছেন কালী প্রতিমা। তাঁর তৈরি করা এই প্রতিমা এবার পুজো হল গুসকরার ছন্নছাড়া ক্লাবের পুজো মণ্ডপে। এর আগেও কাগজ, আঠা, পরিবেশবান্ধব বিভিন্ন জিনিস দিয়ে কখনও পুরীর জগন্নাথ মন্দির, আবার কখনও কোনারকের সূর্য মন্দির তৈরি করেছেন তিনি। এমনকি ডিজনিল্যান্ডও উঠে এসেছে তার শিল্পকর্মে। এবার তিনি কলাপাতা দিয়ে তৈরী করলেন কালী প্রতিমা।
ছোট থেকেই কাগজ, পিচবোর্ড, আঠা ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি করতেন। ছোটবেলার সেই নেশাই তপনকে অনুপ্রাণিত করে এখনও। হাতের কাজের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে। তপন বলেন - "এই মূর্তি বানাতে আমার মোটামুটি ৬৬ দিন লেগেছে, কোনও কোনও দিন এমনও গেছে এক টানা ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করতে হয়েছে। " স্কুল সামলে কখন করেন এসব কাজ ? প্রশ্ন করতেই তিনি বললেন - "ইচ্ছা আর নেশা থাকলেই উপায় হয়, স্কুলের ফাঁকা সময়, টিফিন টাইমে বসে বসে নকশা এঁকেছি, বাড়িতে রাত জেগে কাজ করেছি। "
তপন পাশে পেয়েছেন রামচন্দ্রপুর হাইস্কুলের ছাত্র ছাত্রীদেও। তারাও নানাভাবে সাহায্য করেন তাঁদের স্যারকে। এবারেও তারা উদ্যোগী হয়ে কলাপাতার ছাল জোগাড় করে দিয়েছে। এছাড়া বন্ধুরাও আছেন তাঁর পাশে। কলাপাতায় তৈরি পরিবেশবান্ধব কালীমূর্তি দেখতে গুসকরায় ছন্নছাড়া ক্লাবের পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ে।