শেষ আপডেট: 26th October 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অপহরণের দু'দিনের মধ্যেই ঘটনার কিনারা করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অপহৃতকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অপহরণকারীদেরও।
শনিবার পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, ২৪ অক্টোবর মেমারি থানায় খবর আসে, জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা ওই ব্যক্তিকে একটি সাদা চারচাকা গাড়ি করে নিয়ে যায় কয়েকজন অপহরণকারী। তারা কালনা রোড ধরে পালিয়েছে। এরপর পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, সন্ধে নাগাদ কয়েকজন ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে যায়। তদন্তের সূত্রে পুলিশ সুখেন সূত্রধর নামে এক ব্যক্তিকে আটক করে।
অর্ক ব্যানার্জি বলেন, "সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেয়, এই ঘটনায় তার যোগ রয়েছে। পলাশির একটি টিম এই কাজ করেছে। সঙ্গে সঙ্গে পুলিশের একটা দল পলাশি রওনা হয়। ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত আব্বাস শেখ এবং শেখ আলিম শেখকে। একইসঙ্গে অপহরণে যুক্ত গাড়িটি উদ্ধার করা হয়। সুখেন সূত্রধর-সহ তিন অভিযুক্তকে আদালতে পাঠিয়ে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে।"
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধৃতরা মূলত টাকা লেনদেনের কাজ করে। অপহরণ হওয়া জয়ন্ত ঘোষ তাদের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা ধার নিয়েছিল। জয়ন্ত ঘোষ পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা করে বলে পুলিশ জানিয়েছে। সেই টাকা আদায়ের জন্য এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্তরা। মুক্তিপণ দাবি করা হয়েছে বলে কোনও অভিযোগ নেই। তবে অপহরণ কাণ্ডে আরও কয়েকজন যুক্ত আছে বলে তাঁদের ধারণা। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অপহরণের পরে জয়ন্তকে তারা গোপন আস্তানায় লুকিয়ে রেখেছিল। অভিযুক্তদের বাড়ি নদিয়ায়। মুর্শিদাবাদের রেজিনগর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।