শেষ আপডেট: 13th February 2025 22:42
দ্য ওয়াল ব্যুরো: খেলতে খেলতে পেনের বড় ঢাকনা গিলে ফেলেছিল। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসকদের তৎপরতা প্রাণ বাঁচল শিশুর।
জানা গেছে, ৭ বছরের ওই শিশুর বাঁ দিকের শ্বাসনালীতে চলে যাওয়া পেনের ঢাকনা নতুন কৌশলে বার করে নজির সৃষ্টি করেছেন বর্ধমান মেডিক্যালের চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আরামবাগ হাসপাতাল থেকে হুগলির দেবখণ্ডের হাজিবুর এলাকার বাসিন্দা সেখ বাবুলাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খেলার ছলে পেনের ঢাকনা তার ফুসফুসের বাঁ দিকে গিয়ে আটকে যায়।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এই ঘটনায় শিশুর বাঁ ফুসফুস ক্রমশই অকেজো হয়ে পড়ছিল। এই অবস্থায় তাঁরা প্রথম ব্রঙ্কোস্কপি করেন। কিন্তু পেনের ঢাকনাটি আকারে বড় হওয়ায় বের করা যায়নি। এরপর তাঁরা ট্র্যাকিওস্টোমি করেন এবং এর মাধ্যমে অনুনাসিক এন্ডোস্কোপ এবং এফবি অপসারণ পদ্ধতিতে ঢাকনাটি বার করে আনতে সক্ষম হন। বর্তমানে শিশুটি বিপদমুক্ত এবং সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালের সুপার ডা: তাপস ঘোষ জানান, "শিশুটির জীবন সংশয় হতে পারত। ফুসফুস ওপেন করে অপারেশন না করে গলায় একটি ছোট ছিদ্র করে বিকল্প পদ্ধতিতে অপারেশন করেন চিকিৎসকরা। তিনজন শল্যচিকিৎসক এবং দু'জন অজ্ঞান করার চিকিৎসক তাদের দল তৈরি করে এই অপারেশন করেন।"
তাপসবাবু জানান, এমনটা সরকারি হাসপাতালে প্রথম। এই অভিজ্ঞতার কথা আরও ছড়িয়ে আরও কিছু জীবন বাঁচানো সম্ভব বলে তাঁর ধারণা। শিশুটির মা আয়েষা বেগম জানান, "ছেলে অপারেশনের পর পাঁচদিন আইসিইউ-তে ছিল। এখন ভাল আছে। দারুণ ভাবে চিকিৎসা করে ছেলের প্রাণ বাঁচিয়েছেন ওঁরা।"