শেষ আপডেট: 3rd March 2024 23:48
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবে ভোজপুরী নায়ক ও গায়ক পবন সিংয়ের গান সার্চ করলে এমনই অনেক গান পাওয়া যাবে। যার কোনওটির কথা হল, ‘বাঙ্গাল বালি মাল তু বাওয়াল লাগলু..’। অর্থাৎ, বাংলার মাল তুই বাওয়াল লাগিয়ে দিলি! কিংবা ‘লিয়ায়েম বাঙ্গালি সতীন’। মানে বাংলা থেকে সতীন নিয়ে এলাম।
বিজেপি এত বড় রাজনৈতিক দল। পবন সিং সেই কবে থেকে তাঁদের সঙ্গে রয়েছেন। অথচ তাঁকে আসানসোলে প্রার্থী হিসাবে ঘোষণা করার আগে এই গানগুলো কেন চোখে পড়ল না সেটাই বিষ্ময়ের। শনিবার সন্ধেয় পবনের নাম ঘোষণার পর রবিবার সকাল হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ল বিজেপি। আর কোনও কথা না বাড়িয়ে আসানসোলের মাঠ থেকে তুলে নেওয়া হল পবনকে।
পবনের গান নিয়ে শনিবার রাতে প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার পর রাজ্য বিজেপি নেতারাও ব্যাপারটা খতিয়ে দেখতে শুরু করেন। একে তো গানগুলোর কথা রুচিশীল নয়। তার উপর বাঙালি মেয়েদের সম্পর্কে যৌনগন্ধী বলে তাঁদের অনেকের মত। সঙ্গে সঙ্গে খবর যায় দিল্লিতে অমিত শাহ ও জগৎপ্রকাশ নাড্ডার কাছে।
বাংলায় মহিলা ভোটাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মজবুত জনভিত্তি রয়েছে। তামাম রাজনৈতিক বিশ্লেষকের মতে, একুশের বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম রসায়নই হল মহিলা ভোট। সেই ভোট বাক্স সযত্নে লালন করতে এবার রাজ্য বাজেটে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পে ভাতা দ্বিগুণ করে দেওয়া হবে। সন্দেশখালির ঘটনার পর বিজেপি নেতারা আশা করছেন, শুধু এই এক অস্ত্রে মমতার মহিলা জনভিত্তিতে ধস নামানো যেতে পারে। বাংলায় প্রচারে এসে বৃহস্পতিবার থেকে তাই লাগাতার সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
শনিবার পবন সিংয়ের নাম ঘোষণা হতেই বিজেপি নেতারা আশঙ্কা করতে শুরু করেন যে এতে বাঙালি ভাবাবেগে ধাক্কা লাগতে পারে। তাই দ্রুত ক্ষত নিরাময়ের প্রয়োজন।
সূত্রের খবর, রবিবার সকালে দিল্লি থেকে রাজ্য বিজেপিকে জানিয়ে দেওয়া হয় যে দল কোনও মন্তব্য করবে না। যা বলার পবন সিং নিজেই বলবেন। বেলা গড়াতে দেখা যায় পবন সিং টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, “বিজেপি নেতৃত্বর প্রতি আমি কৃতজ্ঞ। দল আমার উপর আস্থা রেখে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে। কিন্তু আমি কোনও কারণবশত আসানসোল থেকে লড়তে পারব না”।