শেষ আপডেট: 3rd March 2024 14:43
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: নাম ঘোষণার ১৭ ঘণ্টার মধ্যে আসানসোল লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এবার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। ভোজপুরী তারকার নাম ঘোষণা হতেই নানা ধরনের বির্তক শুরু হয়েছিল।
भारतीय जनता पार्टी के शीर्ष नेतृत्व को दिल से आभार प्रकट करता हु।
— Pawan Singh (@PawanSingh909) March 3, 2024
पार्टी ने मुझ पर विश्वास करके आसनसोल का उम्मीदवार घोषित किया लेकिन किसी कारण वश में आसनसोल से चुनाव नहीं लड़ पाऊंगा…@JPNadda
রবিবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, " আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না…"
নাম ঘোষণার ১৭ ঘণ্টার মধ্যে আসানসোল লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং। ব্যক্তিগত কারণে তিনি ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। ভোজপুরী তারকার নাম ঘোষণা হতেই নানা বির্তক শুরু হয়েছিল।
রবিবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, " আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না…"
আসানসোলের বিজেপি প্রার্থী হিসাবে পবন সিংয়ের নাম ঘোষণা হতেই একের পর এক আক্রমণ ধেয়ে আসতে থাকে তৃণমূল শিবির থেকে। তাঁর মিউজিক ভিডিওর কিছু পোস্টার এক্স হ্যান্ডেলে শেয়ার করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন গায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে তিনি লেখেন, "আমি ব্যক্তিগতভাবে এটি যাচাই করিনি বা যাচাই করব না। তবে আমি এই চলচ্চিত্রগুলির পোস্টারে আপ্লুত হয়েছি! শিল্পী পবনজির বিরুদ্ধে আমার কোনও বক্তব্য নেই। তবে এই পোস্টারগুলি যদি সত্য হয় তবে বাংলার জন্য এবং বিশেষ করে বাংলার মহিলাদের জন্য বিজেপি কী ধরনের সম্মান দেখায় তা স্পষ্ট।" এর পরেই তৃণমূলের তীব্র আক্রমণের মধ্যে পড়েন বিজেপির এই প্রার্থী। তাছাড়াও বিজেপির অন্দরে একাংশের মধ্যে পবন সিংকে প্রার্থী করা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল।
বিজেপি প্রার্থীর সরে দাঁড়ানোর পরেই এদিন নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পবন সিংয়ের পোস্ট শেয়ার করে লেখেন, "পশ্চিমবঙ্গের জনগণের অদম্য তেজ ও শক্তি।"
The INDOMITABLE SPIRIT AND POWER OF THE PEOPLE OF WEST BENGAL. ????????#Jonogorjon https://t.co/UnF6MybwCF
— Abhishek Banerjee (@abhishekaitc) March 3, 2024
কুণাল ঘোষ জানান, গত উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে অগ্নিমিত্রা পল বিপুল ভোটে হেরে গিয়েছিলেন। আসানসোলে এবারও বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল। তাই চাপে পড়েই প্রার্থী বদল করতে বাধ্য হল বিজেপি। যদিও এই বিষয়ে নিয়ে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল জানান, ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েই তিনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।