শেষ আপডেট: 21st March 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তিন শিক্ষকের কু-কীর্তিতে মুখ পুড়ল স্কুলের। অভিযোগ, ক্লাস চলাকালীন ছাত্রীদের শরীরে হাত দেওয়া থেকে শুরু করে অশ্লীল কথাবার্তা বলা, অঙ্গভঙ্গি করা কিছুই বাদ রাখতেন না ওই তিন শিক্ষক। এমনকী রাতে ছাত্রীদের ফোনে অশ্লীল মেসেজ পাঠিয়েও উত্যক্তও করতেন গুণধর তিন শিক্ষক। ছাত্রীদের আনা এমনই সব অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়।
কু-কীর্তিতে নাম জড়ানো তিন শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে পড়ুয়া, অভিভাবক স্থানীয়রা স্কুলে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভ চরমে পৌঁছলে বিশাল পুলিশবাহিনী স্কুলে যায়। অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণকান্ত কীর্তনীয়া সহ প্রশাসনের কর্তারাও পৌঁছন স্কুলে। সকলের উপস্থিতিতে পদত্যাগের সিদ্ধান্ত কথা ঘোষণা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের চাবি পরিচালন সমিতির সভাপতির হাতে তুলে দিলে এদিনের মতো বিক্ষোভ থামে।
পড়ুয়া এবং অবিভাবকরা কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের যে তিন শিক্ষকের বিরূদ্ধে অশালীন ব্যবহারের অভিযোগ এনেছেন তাঁরা হলেন আলমগীর হোসেন, বিজয় সর্দার ও সত্যজিৎ চৌধুরী। তিন শিক্ষকের এই কু-কীর্তি আর মেনে নিতে না পেরে ছাত্রীরা বুধবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের কাছে গিয়ে অভিযোগ জানায়। তার পরেও কোনও সুরাহা না হওয়ায় শুরু হয় বিক্ষোভ।
এক ছাত্রী বলে, “অঙ্কের শিক্ষক সত্যজিৎ স্যার গত বুধবার আমার ফোনে উল্টোপাল্টা মেসেজ করেন। সেলফি পাঠাতে বলে। ভূগোলের শিক্ষক আলমগীর স্যার স্কুলে ক্লাস চলাকালীন বহুবার ‘ব্যাড টাচ’ করেছে।" যদিও অভিযুক্ত শিক্ষকদের দাবি, এইরকম ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
পরিচালন সমিতির সভাপতি অলোক নাথ বলেন, "টিআইসি পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করে আমার হাতে স্কুলের চাবি তুলে দিয়েছেন ।তারপরেই বিক্ষোভ ওঠে। প্রশাসনকে ঘটনার কথা জানানো হয়েছে। ওঁরা যা সিদ্ধান্ত নেবেন তা মেনে নেওয়া হবে।” কালনা মহকুমা সহকারি বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ জানিয়েছেন, ছাত্রীদের আনা অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্টও চাওয় হয়েছে।
ছাত্রীদের আনা অভিযোগের ভিত্তিতে পূর্বস্থলী থানার পুলিশ অভিযুক্ত শিক্ষকদের মধ্যে বিজয় সর্দারকে গ্রেফতার করেছে। পলাতক বাকি দুই অভিযুক্ত শিক্ষকের সন্ধান চালাচ্ছে পুলিশ । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শুক্রবার ধৃত বিজয় সর্দারকে কালনা মহকুমা আদালতে পেশ করে।