শেষ আপডেট: 2nd November 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ১২ বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে পুরোহিতকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের গুসকরায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিমল কুমার রায়। ৬৮ বছরের বিমলবাবু বাড়ি ভাতার থানার রামচন্দ্রপুর গ্রামে। গুসকরা শহরের একটি বাড়িতে পারিবারিক কালীপুজো করেন তিনি। বৃহস্পতিবার রাতে পুজো করে চলে যান। শুক্রবার ছিল দধিকর্মা। তাই পুজোর করতে ওই দিন সকালে কিশোরীদের বাড়িতে গিয়েছিলেন বিমলবাবু।
অভিযোগ, পোশাক ছাড়ার নাম করে ওই বাড়ির দোতলার ঘরে চলে যান ওই পুরোহিত। তখন পরিবারের সদস্যারা একতলায় পুজোর জোগাড়ে ব্যস্ত ছিলেন। দোতলায় ১২ বছরের মেয়েকে ঘোরাফেরা করতে দেখে তাকে ডেকে ২০ টাকার নোট দেন। এরপরেই কিশোরীকে কোলে বসিয়ে তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। সেই সময়ে কিশোরীর ছোট ভাই ঢুকে পড়ে। তড়িঘড়ি নাবালিকাকে ছেড়ে দেন ওই পুরোহিত। এরপরেই কিশোরী কান্নাকাটি করত করতে মাকে বিষয়টি জানায়। মেয়ের কথা শোনার পরেই প্রতিবেশীদের ডাকেন কিশোরীর মা। অভিযুক্ত পুরোহিতকে আটকে রেখে পুলিশ ডাকেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরোহিতকে আটক করে। শুক্রবার দুপুরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে তোলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পুরোহিতের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা করা হয়েছে। কিশোরীর মায়ের কথায়, "মেয়েকে কোলে বসিয়ে অশালীন স্পর্শ করছিলেন ঠাকুরমশাই। মেয়ে প্রথমে বুঝতেই পারেনি। ওর হাতে একটা কেক আর একটা কুড়ি টাকার নোট দিয়ে টেনে কোলে বসিয়ে ছিল। ধুতি পরার নাম করে ওই ঘরে গেছিল ঠাকুরমশাই।"