শেষ আপডেট: 11th August 2024 19:55
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পুলিশের খপ্পরে পড়ল ওড়িশা থেকে আসা গাঁজা পাচার চক্র। পালসিট টোলপ্লাজা থেকে উদ্ধার হল বস্তা ভর্তি ৫০ কেজি গাঁজা। গাঁজার কারবারে জড়িত থাকার অভিযোগে এক বৃদ্ধা সহ চারজনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃতদের নাম বেলা দাস, অসীম সরকার, ওমপ্রকাশ প্রসাদ ও রাজেশ খটিক। বেলা বীরভূমের বোলপুর থানার খাদিপাড়ায় বাসিন্দা। বোলপুরের হাটতলায় রাজেশের বাড়ি। বর্ধমান থানার কাঁটাপুকুরে অসীমের বাড়ি। বর্ধমান থানারই বাজেপ্রতাপপুরের নতুনপুকুর এলাকায় ওমপ্রকাশের বাড়ি।
পুলিশ জানিয়েছে, একটি চারচাকাই গাড়িতে করে ভিনরাজ্য থেকে গাঁজা নিয়ে আসা হচ্ছে এমনটাই খবর পেয়ে ছিল তারা। গাড়িটি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাবে বলে জানতে পারে পুলিশ। সেইমতো রবিবার ভোররাতে পালসিট টোলপ্লাজায় নাকা চেকিং শুরু করে পুলিশ। ২টো ১৫ নাগাদ হোণ্ডাই গাড়িটি টোলপ্লাজার কাছে পৌঁছয়। পুলিশ গাড়িটিকে আটকে তল্লাশি চালায়। সেখানেই থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়। গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় থেকে ২ লক্ষ টাকা।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, ওড়িশা থেকে গাঁজা এনে বীরভূমের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। চারজনই দীর্ঘদিন ধরে গাঁজার কারবারে জড়িত বলে স্বীকার করেছে। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে।
ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। সোমবার ফের ধৃতদের মাদক সংক্রান্ত আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।