স্বামীকে কুপিয়ে খুন স্ত্রীর
শেষ আপডেট: 7th December 2024 15:36
দ্য ওয়াল ব্যুরো: কাঁকসা রাজবাঁধের ক্যেনেলপার এলাকায় এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম চুনা কোড়া(৫০)। কাঁকসা থানায় গিয়ে আত্মসমর্পণ স্ত্রী আম্বু কোড়ার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে স্বামী-স্ত্রী একাই থাকতেন। মাঝে মধ্যেই দু'জনের মধ্যে বিস্তর ঝামেলা, অশান্তি লেগে থাকত। সম্প্রতি সেই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে স্বামীর গলায় কোপ মেরে দেন স্ত্রী।
শনিবার সকাল সকাল স্ত্রী কাঁকসা থানায় গিয়ে স্বামীকে খুন করেছে বলে আত্মসমর্পণ করে। সেই মুহূর্তে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ।
পুলিশ জানাচ্ছে, শুক্রবার রাতে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। তারপরই ঘুমিয়ে পড়েন স্বামী। সুযোগ বুঝে তখনই হাসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারে স্ত্রী। রাতেই মৃত্যু হয় স্বামীর।
ঘটনাস্থলে যান কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল। তিনি জানান, 'স্ত্রীর সঙ্গে বিবাদের জন্যই খুন করা হয়েছে। স্বামী মদ্যপান করত প্রতিদিন। সেই জন্যই স্ত্রীর সঙ্গে বিবাদ চলত। অভিযুক্ত আম্বু কোঁড়াকে গ্রেফতার করা হয়েছে।'
জানা যাচ্ছে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।