শেষ আপডেট: 26th October 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাজ্যের শস্যগোলায় ডানার তেমন প্রভাব পড়েনি। তবে বৃষ্টির সঙ্গে যে ঝড়ো হাওয়া বয়ে গেছে তাতেই বিঘের প্রতি বিঘে জমির ধান মাটিতে পড়ে গেছে। নষ্ট হয়েছে গোবিন্দভোগ ধানও। আমন চাষে ক্ষতির মুখে পড়ে মাথায় হাত চাষিদের।
জেলা কৃষি আধিকারিক নকুলচন্দ্র মাইতি জানান, এবছর ৩ লক্ষ ৭৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে জেলায় ৪০ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে গোবিন্দভোগ ধানের। জেলার মধ্যে মূলত খণ্ডঘোষ এবং রায়না ১ ও ২ নম্বর ব্লকেই খাস বা গোবিন্দভোগ ধানের চাষ হয়। বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে লাগাতার বৃষ্টি চলায় বিঘের পর বিঘে জমির ধানের ক্ষতি হয়েছে। ধানগাছ পড়ে গেছে। চাষিদের শঙ্কা, এতে ফলন ব্যাপক ভাবে মার খাবে। যদিও নকুলচন্দ্রবাবু দাবি করেছেন, এখনই ধান চাষের ক্ষতি সম্ভাবনা কম। তবে এর থেকে দুর্যোগ বাড়লে আমন চাষে ক্ষতি হবে।
কিন্তু জেলার কৃষকদের বক্তব্য এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় খাস ধান সব মাটিতে পড়ে গেছে। এতে উৎপাদন কমে যাবে। কৃষক মুক্ত রায় বলেন, "এই সময় ধানে ফুল এসেছে। কিন্তু জমিতে ধান সব পড়ে গেছে। তাই ফলন এমনিতেই কমে যাবে।" আরেক কৃষক সেখ শামসুদ্দিনের আশঙ্কা, শুধু গোবিন্দভোগ নয়, স্বর্ণলঘু জাতের ধানেরও ব্যাপক ক্ষতি হবে।
রায়না ও খণ্ডঘোষের পাশাপাশি জেলার কাটোয়া, কালনা, জামালপুর, ভাতার, আউশগ্রাম, গলসি, কেতুগ্রাম, মঙ্গলকোট সহ সব জায়গায় আমন চাষে ক্ষতির মুখে চাষিরা। আউশগ্রামের বাসিন্দা অশোক ঘোষ বলেন, "বৃষ্টিতে ক্ষতি হয়নি। কিন্তু বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় জমির ধান সব মাটিতে পড়ে গেছে। এতে ফলন কমে যাবে।"