হোটেলে খেতে ঢুকতেই ঝাঁপিয়ে পড়লেন বাসিন্দারা
শেষ আপডেট: 19th July 2024 16:23
দ্য ওয়াল ব্য়ুরো, পশ্চিম বর্ধমান: শিশু চোর চারজনকে গণধোলাই দিলেন স্থানীয়রা। রাজ্যে বিভিন্ন প্রান্তে শিশুচোর সন্দেহে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার কাঁকসার বিলপাড়া গ্রামেও এমন ঘটনা ঘটল।
স্থানীয়রা জানিয়েছেন, পানাগড়ে মোড়গ্রাম রাজ্য সড়কের ধারে একটি হোটেল রয়েছে। চার ব্যক্তি এক শিশুকে কোলে নিয়ে সেখানে ঢোকে। চারজনের আচার আচরণের সন্দেহ হয় স্থানীয়দের। তারা ওই শিশু সম্পর্কে জানতে তাদেরকে নানা প্রশ্ন করতে থাকেন স্থানীয়রা।
ওই চারজন জানায়, শিশুটি অসুস্থ। চিকিৎসার জন্য তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন তারা। কথায় অসংগতি পেয়ে স্থানীয়রা চারজনকেই ঘিরে ধরেন। চড়াও হন। ওই তাদের ধরে পেটাতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটিকেও পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পরে শিশুটিকে কাঁকসা থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।