শেষ আপডেট: 23rd October 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আরজি করের ঘটনার পর রাজ্যের সমস্ত পুলিশকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত। তিনি বলেন, "একটা বা দুটো পুলিশ অন্যায় করেছে। একজন ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন। কিন্তু সমস্ত পুলিশকে আক্রমণ করা হচ্ছে। আরজিকরের ঘটনায় কলকাতা ও রাজ্য পুলিশকে এবং পরিবারের লোককে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার আমরা প্রতিবাদ করছি।"
বুধবার বর্ধমানে সংগঠনের একটি সভা ছিল। সভায় পুলিশ পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠানটি হয়। পূর্ব বর্ধমান ছাড়াও হুগলি গ্রামীণ, বীরভূম ও পশ্চিম বর্ধমান পুলিশ কমিশনারেটের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আর জি করের ঘটনার আমরাও প্রতিবাদ করছি। কিন্তু এক দু জন পুলিশ কর্মী বা পুলিশের সহকারীর জন্য গোটা পুলিশ পরিবারকে দোষারোপ করা হচ্ছে। ছেলেমেয়েরা স্কুলে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে। তারা স্কুলে যেতে চাইছে না। এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, অনেকেই ট্রেনে, বাসে, চায়ের দোকানে পুলিশে কাজ করেন এই পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন।"
রাজ্যে পুলিশ পরিবারের প্রায় কুড়ি লক্ষ সদস্য আছেন। কম বেশি প্রত্যেকেই হেনস্থার শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি। অবিলম্বে এই মানসিকতা ত্যাগ করতে হবে বলেও দাবি করেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার।