শেষ আপডেট: 27th January 2025 12:53
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের দলীয় বিধায়কের বিরুদ্ধে সরব হলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। রবিবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডারকে নিশানা করলেন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালন।
এদিনের অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন, "যারা লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে বিরোধীদের মদত দিয়েছিল এখন তাদের সঙ্গে বিধায়ক সভা করছেন। যারা চোর, খুনি, গুণ্ডা তাদের সঙ্গে নিয়ে বিধায়ক ঘুরছেন। এতে দলের ক্ষতি হচ্ছে। বিরোধীরা হাসছে। সিপিএম,কংগ্রেস, বিজেপি হাসছে। জানি এসব বললে নিজের গায়েই থুতু পড়বে।তাই বিধায়ক দাদাকে বলব আপনি ভুল পথে গিয়ে অপমানিত হচ্ছেন। দলের বদনাম হচ্ছে। আপনি ছোট হবেন না, ঠিক জায়গায় থাকলে।"
আউশগ্রামের কালিকাপুর জমিদার বাড়ির সামনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে লালন আরও বলেন, "আমাদের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে শুধু মহিলার সংখ্যাই ৮০০ জন। সেখানে বিধায়ক সভা করছেন মাত্র ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে। এতে আমাদের লজ্জা হচ্ছে। দলের বদনাম হচ্ছে।"
সপ্তাহ খানেক আগে দলের একটি সভায় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালন কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আউশগ্রামে ভূমিপুত্র প্রার্থী চাই। কোনও বহিরাগত প্রার্থী চাই না। আমরা সবাই এই দাবি নিয়ে দলের নেত্রীর কাছে আবেদন করব।" রবিবার অবশ্য ব্লক সভাপতি আব্দুল লালন খানিকটা সুর নরম করে বলেন, "আমরা কেউ বিধায়কের অপমান চাই না। বরং আমরা বিধায়কের পাশে আছি। কিন্তু বিধায়ক ভুলপথে পরিচালিত হচ্ছেন।"
লোকসভা নির্বাচনের পর থেকেই বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির সম্পর্কে চিড় ধরে। তারপর শুরু হয় বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি দ্বন্দ্ব। সাম্প্রতিক কালে কয়েকটি কর্মসূচিতে ওই দুজনকে একমঞ্চে দেখা গেলেও আব্দুল লালনের ডাকা দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছে না বিধায়ককে। তবে এই বিষয়ে বিধায়ক অভেদানন্দ থান্ডার কিছু বলতে অস্বীকার করেন