আউশগ্রামের হালদার বাড়ির সরস্বতী পুজো-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 4th February 2025 19:54
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আউশগ্রামের দিগনগর গ্রামের হালদার বাড়িতে সরস্বতী একলা আসেন না। এখানে সরস্বতীর সাথে পুজিত হন আরও ছয় দেবদেবী। পুজোর দু-দিন পরে রীতিমতো গরুর গাড়ি চাপিয়ে শোভাযাত্রা করে বিসর্জন দেওয়া হয় তাঁদের। এই বাংলায় নানারকম রীতি রেওয়াজ আছে। সময় যেখানে পলি ফেলতে পারেনি। হালদার বাড়ির সরস্বতী পুজোও তেমনই।
হালদার পরিবারে একটিই বড় পুজো। দুর্গা বা কালীপুজো হয় না। এই পরিবারের আরাধ্যা সরস্বতী। পরিবারের অন্যতম কর্তা অলক হালদার জানান, আনুমানিক ৩০০ বছর আগে এই পুজোর সূচনা। কে যে এর সূচনা করেন তা আর এখন মনে নেই কারও। তবে তারা শুনে এসেছেন, বাইরে কোথাও ঘুরতে গিয়ে এই পরিবারের কোনও পূর্বপুরুষ এই রীতিতে পুজো দেখেছিলেন। অলকবাবু বলেন, "তার স্থাপন করা মূর্তিই প্রতিবছর পুজো করা হয়। সরস্বতীর সঙ্গে থাকেন জয়া, বিজয়া,নারদ আর ইন্দ্র। এছাড়াও উপরে দুটি পরীর মূর্তি থাকে। দেবী এখানে শোভন,সুন্দর।" তিনি জানান, সম্ভবত শ্রীনিবাস হালদার এই পুজো শুরু করেন।
রবিবার থেকে এই পুজো শুরু হয়েছে। রীতি মেনে চালের নৈবেদ্য, ফলমূল, বাতাসা, কদমা ও নানারকম মিষ্টি ভোগ দিয়ে পুজো হয়। নানা উপাচারে পুরনো রীতি মেনে পুজো করা হয়েছে। পরশু বুধবার বিসর্জন। এবারও গোরুর গাড়িতে চাপিয়ে সমাধা হবে বিসর্জন পর্ব। বিসর্জনে যাঁরা অংশ নেবেন তাদের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থা।
পারিবারিক পুজো হলেও গ্রামের বহু মানুষ এই পুজোয় আসেন। তাঁরাও পুজোয় অংশ নেন। হালদার বাড়ির পুজো হলেও এই উপলক্ষে গ্রামের অনেকের বাড়িতেই আসেন আত্মীয়স্বজন।