শেষ আপডেট: 2nd October 2024 13:40
দ্য ওয়াল ব্য়ুরো, পশ্চিম বর্ধমান: মহালয়ার ভোরে সিটুর অফিসের ভাঙচুর। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জামুরিয়ার বোগড়া এলাকায়। সিটুর পশ্চিমবঙ্গ জেলা কমিটি কার্যালয় সেটি। এই ঘটনা নিয়ে সিটুর নেতাদের দাবি, ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি।
সিএমএসআই সিটুর সহ-সভাপতি দেবীদাস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাতের অন্ধকারে বড় বড় ইট পাথর ছুঁড়ে সাতগ্রাম এলাকার কৃষকসভা, জন লেখক শিল্পী সংঘ ও বস্তি ইউনিয়ন কমিটির অফিসে ভাঙুচর চালানো হয়েছে। শুধু তাই নয়, সিএমএসআই সিটুর অফিসের জালনার সমস্ত কাচ ভেঙে ফেলেছে দেওয়া হয়েছে। গভীর রাতে মদ্যপ দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।
দেবীদাস বন্দ্যোপাধ্য়ায় বলেন, "এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি। শ্রীপুর ফাঁড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ রয়েছে। কে বা করার এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বার করুক।"