শেষ আপডেট: 20th September 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: জুয়ার প্রতিবাদ করায় বেধড়ক মারধর। জখম হলেন বেশ কয়েকজন বাসিন্দা। বর্ধমান থানার বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হলেন তাঁরা।
বিশ্বকর্মা পুজোর রাতে ঘটনার সূত্রপাত। স্থানীয়দের অভিযোগ, বর্ধমান শহরের নীলপুরের শক্তিপাড়ার বিবেকানন্দ স্ট্যাচুর পাশে দীর্ঘদিন ধরেই চলছে জুয়ার আসর। ১৭ সেপ্টেম্বর রাতে জুয়া খেলার পাশাপাশি মদের আসর ও উচ্চস্বরে চলছিল গালিগালাজ। স্থানীয় কয়েকজন প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয়ে মারধর করে দুষ্কৃতীরা।
স্থানীয়দের আরও অভিযোগ বিষয়টি জানাতে বর্ধমান থানায় ফোন করা হলেও কেউ ফোন তোলেনি। পরের দিন অর্থাৎ ১৮ সেপ্টেম্বর স্থানীয় কয়েকজন কাউন্সিলরকে জানান এবং বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই বৃহস্পতিবার রাতে প্রতিবাদীদের একজন রাহুল দাস কাজ থেকে বাড়ি ফেরার সময় চৌরঙ্গী মোড়ে আক্রান্ত হন বলে জানা গেছে। অভিযোগ, বেশ কয়েকজন তার উপর লাঠি, বাঁশ, রড নিয়ে হামলা চালায়। তাঁকে বাঁচাতে গিয়ে পরিবারের কয়েকজনও আক্রান্ত হন। চিৎকার শুনে এলাকার মানুষজন বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বর্ধমান হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা হয়।
ঘটনার জেরে আতঙ্কিত এলাকার মানুষ। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এলাকাবাসীর অভিযোগ, ঘোষপাড়া এলাকায় জুয়া ও সাট্টার রমরমা কারবার চলে। একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও এদের দৌরাত্ম্য কমেনি। তাঁরা জানান, সন্ধে নামলেই বিবেকানন্দ স্ট্যাচুর সামনে কয়েকজন দুষ্কৃতী জুয়ার আসর বসায়। এতে সাধারণ পথচলতি মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়। এর একটা বিহিত চাইছেন স্থানীয়রা। স্থানীয় তৃণমূল নেতা অনন্ত পাল থেকে ক্লাবের কর্মকর্তা সকলেই চাইছেন পুলিশ আরও সক্রিয় হোক।