শেষ আপডেট: 30th August 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তৃণমূল কার্যালয় লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। অভিযোগ, ছোড়া হয়েছে গুলিও। তৃণমূল নেতৃত্বের দাবি, ছড়রা গুলিতে তাঁদের এক কর্মীও জখম হয়েছে। যদিও সিপিএম নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, তৃণমূলের ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে মঙ্গলকোটের নপাড়া গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেখ রবিউল দলীয় কার্যালয়ে বৈঠক করছিলেন। অভিযোগ, তখন আচমকাই কয়েকজন দুষ্কৃতী পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে এবং গুলি চালায়। তৃণমূল কর্মী শেখ নাসিরউদ্দিনের হাত ঘেঁষে একটি গুলি বেরিয়ে যায়। গুলির বারুদে নাসিরুদ্দিনের হাতের একটা অংশ ঝলসে যায় বলে অভিযোগ। তিনি বলেন, "এলাকায় একটি মিছিল করব আমরা। তারই বৈঠক চলছিল। বৈঠক যখন শেষ পর্যায়ে তখন কয়েকজন পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে। গুলিও করে। ওরা সবাই সিপিএমের লোক।"
সিপিএমের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দলের জেলা কমিটির সদস্য অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বেই বোমা-গুলির লড়াই। পঞ্চায়েতের টাকার ভাগ নিয়ে এই ঝামেলা চলছেই। এই ঘটনার সঙ্গে সিপিএমের কোনও যোগ নেই।"
বোমাবাজির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি।