শেষ আপডেট: 24th September 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছর আগের রানিগঞ্জ পোস্ট অফিসের আর্থিক কেলেঙ্কারি মামলায় সাজা ঘোষণা করল আসানসোল বিশেষ সিবিআই আদালত। ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় সহকারী পোস্ট মাস্টার দিগ্বিজয় মুখোপাধ্যায়কে ৩ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ বিচারক রাজেশ চক্রবর্তীর। এছাড়াও ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত পোস্ট মাস্টারকে।
২০০৯ সালের ২৭ জানুয়ারি মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। সেই সময় আসানসোলের রানিগঞ্জের সহকারী পোস্ট মাস্টার ছিলেন দিগ্বিজয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন, পোস্ট অফিসের মোট ৪৪টি অ্যাকাউন্টে টাকা জমা ও তোলার ক্ষেত্রে গরমিল ছিল। ৪২টি উইথড্রল ভাউচারে দেদারে টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসে। তদন্তে উঠে আসে টাকার অঙ্ক সব মিলিয়ে ৭২ হাজার ৭৪ টাকা। যে টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।
সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সাজাপ্রাপ্ত পোস্ট মাস্টার আগামী তিন মাসের মধ্যে উচ্চ আদালতে আবেদন জানাতে পারবেন। মোট ৬৯ জন সাক্ষ্য গ্রহণের পর পর মামলার কিনারা হল। শুধু সহকারী পোস্ট মাস্টার দিগ্বিজয় নয়, এই মামলায় অন্যতম দোষী হিসাবে তাঁর স্ত্রীয়ের নামও উঠে আসে তদন্তকারীদের হাতে। তবে মামলা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।
তদন্তে নেমে সহকারী পোস্ট মাস্টারের ৫৩ লক্ষ টাকার আয় বহির্ভূত সম্পত্তির হদিশ পেতেই চোখ কপালে ওঠে কেন্দ্রীয় তদন্তকারীদের। সম্পত্তির হিসাব দিতে না পারায় তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করতেই মামলা নতুন মোড় নেয়। সিবিআই সূত্রে খবর, দিগ্বিজয়ের একাধিক আত্মীয়ের নামে ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট ও কিষাণ বিকাশ পত্রের হদিশ মেলে।
২০০০ থেকে ২০০৫ সাল, টানা ৫ বছরে রানিগঞ্জ পোস্ট অফিসে ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে আসে। পরে ২০০৬ সালে সিবিআই আর্থিক তছরুপ মামলার তদন্তভার হাতে নিয়ে মোট ১১ মামলা দায়ের করে। তার মধ্যে এখনও পর্যন্ত দুটো মামলার শুনানি শেষে রায় ঘোষণা করল সিবিআই আদালত।