শেষ আপডেট: 14th August 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জুনিয়র ডাক্তাররা আন্দোলন হাসপাতালে প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নেমেছেন। তবু খোলা থাকল ওপিডি। রোগী দেখলেন সিনিয়র ডাক্তারবাবুরা। এমন ছবি ধরা পড়ল আসানসোল জেলা হাসপাতালে।
অনেকেই জানেন না হাসপাতালে ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তারবাবুরা। তাই সকাল থেকে জেলায় জেলায় হাসপাতালে ওপিডি পরিষেবা বন্ধ রয়েছে। তবে বেশ কয়েকটি সরকারি হাসপাতালে পরিষেবা চালু রেখেছে ডাক্তারবাবুরা। সেই পথেই হেঁটেছে আসানসোল জেলা হাসপাতাল। সকাল থেকেই আউটডোর খোলা ছিল। অন্যান্য দিনের মতোই রোগীদের ভিড় উপচে পড়েছিল ওপিডিতে। সেখানে বসে রোগী দেখলেন সিনিয়র ডাক্তাররা।
ওপিডির বাইরে এদিন ধর্নায় বসেছিলেন জুনিয়ার ডাক্তাররা। প্ল্যাকার্ড হাতে আরজি করের নির্যাতিতার জন্য ন্যায়বিচার চেয়ে স্লোগান তোলেন। তাঁরা বলেন, "চিকিৎসা পাচ্ছেন রোগীরা। ওপিডি বন্ধ। আমরা জুনিয়র ডাক্তাররাই ধর্নায় রয়েছি। সিনিয়ররা রোগী দেখছেন। আমরা চাই আরজি করের আসল দোষীদের শাস্তি। আর এমন ঘটনা না ঘটুক।"
আসানসোল জেলা হাসপাতালের সুপার ডঃ নিখিল চন্দ্র দাস বলেন, "এদিন আউটডোর পরিষেবা চালু রয়েছে।"