পুকুর ভরেছে কচুরি পানায়, ভাসন হল না গণেশ প্রতিমা
শেষ আপডেট: 11th September 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গণেশ পুজো মধ্যে দিয়ে শেষ হল পিতৃপক্ষের। সূচনা হল শারদীয়ার। উৎসবের আহবে প্রতিমা ভাসান নিয়ে সমস্যায় পড়েছেন আসানসোল শহরের মানুষ। শহরের ঐতিহ্যবাহী তালপুকুরে বিসর্জন দিতে গিয়ে গণেশ প্রতিমা নিয়ে ফিরে আসতে হল ভাসান যাত্রীদের।
গণেশ পূজা কমিটির সদস্যদের অভিযোগ, কচুরিপানা ও আবর্জনায় ভরে গেছে পুকুর। সেখানে প্রতিমা বিসর্জনের জন্য জায়গায় নেই। বিকল্প পথ খুঁজে পাননি। তাই গণেশ প্রতিমার বিসর্জন দিতে পারেননি তাঁরা।
স্থানীয় বাসিন্দা টুলু রজক জানিয়েছে, আসানসোল পুরনিগম শহরকে সুন্দরভাবে গড়তে হবে বলে মিথ্যে প্রচার চালাচ্ছে। আদতে পুকুরে জমছে আবর্জনার স্তূপ। কিন্তু সেগুলিকে সংস্কার করার কোনও উদ্যোগী নেওয়া হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা শুক্লা রজকে র কথায়, এক সময়ে এই তালপুকুরে শহরের সমস্ত প্রতিমা বিসর্জ্জন হতো। আসানসোল পুরনিগমের কর্মীরা পুজোর আগে পুকুর সংস্কারের কাজ করতেন। অথচ এবার কোনও উদ্যোগী নেই। সামনেই বিশ্বকর্মী পুজো, তারপরেই রয়েছে দুর্গাপুজো। কোথায় বিসর্জ্জন দেবেন, তাই নিয়ে চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি। সোমবার রাতে গণেশ পুজোর কমিটির সদস্যরা প্রতিমা বিসর্জন দিতে সেখানে গেছিলেন। কিন্তু প্রতীমা বিসর্জন না দিয়েই তাঁদের চলে আসতে হয়েছে।
এ প্রসঙ্গে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের দাবি, দুর্গাপুজোর আগে শহরের সব পুকুর সংস্কার করা হয়। এবছরও করা হবে। জন সাধারণকে নিজের ঘরের আবর্জনা পুকুরে না ফেলার আবেদন জানিয়েছেন।