শেষ আপডেট: 14th November 2024 11:54
দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আরজি করের ক্ষত এখনও টাটকা। প্রতিবাদের ঝড় উঠলেও প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্ত থেকে আসছে শ্লীলতাহানি ও ধর্ষণের খবর। হাসপাতালের ভিতরেও যে মহিলা চিকিৎসক ও নার্সরা নিরাপদ নন, তারও নজির মিলেছে। এমনই পরিস্থিতিতে আসানসোলের ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের নার্সিংকলেজে প্রশিক্ষণরত ট্রেনি নার্সদের সেল্ফ ডিফেন্স বা আত্মরক্ষায় সাবলম্বী করার সিদ্ধান্ত নিল।
হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে সামিল হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পশ্চিম বর্ধমান জেলায় কোনও সরকারি হাসপাতালে এমন উদ্যোগ এই প্রথম বলে ইএসআই হাসপাতালের তরফে দাবি করা হয়েছে। বুধবার থেকেই ইএসআই হাসপাতাল চত্বরে শুরু হল ওম্যানস সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ। মহিলাদের আত্মরক্ষায় দক্ষ করে তোলার এই কর্মশালা চলবে আগামী এক মাস। এই কর্মশালায় আসানসোল ইএসআই হাসপাতালে ১৩৭ জন ট্রেনি নার্সকে আত্মরক্ষায় প্রশিক্ষণ দেওয়া হবে।
আসানসোল ইএসআই হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, ইএসআই হাসপাতালের সুপার ডাঃ অতনু ভদ্র, ইএসআই নার্সিং কলেজের প্রিন্সিপাল পূর্ণিমা চক্রবর্তী সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক, ইএসআই হাসপাতালের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এখানে ডাঃ অতনু ভদ্র বলেন, "আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাদের নার্সিং কলেজের ট্রেনি নার্সদের আত্মরক্ষায় প্রশিক্ষণ দিতে এগিয়ে এসেছে। এই প্রথম পশ্চিম বর্ধমান জেলায় পুলিশের সহযোগিতায় এই ধরনের কর্মশালা করা হচ্ছে। পুলিশের তরফে দুজন মহিলা প্রশিক্ষক দেওয়া হয়েছে এই কর্মশালার জন্য। নার্সিং কলেজের ১৩৭ জনকে আগামী একমাস ধরে আত্মরক্ষার ট্রেনিং দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে সবার সেল্ফ ডিফেন্স বা আত্মরক্ষায় কিছু শিখে রাখা উচিত।"
অন্যদিকে ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, "বিভিন্ন সময়ে মহিলাদের উপর অনেক কিছু ঘটনা ঘটছে। তারা নির্যাতন বা অত্যাচারের শিকার হচ্ছেন। তাই মহিলাদেরকে নিজেদের বাঁচাতে কিছু কৌশল শিখে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যা তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়। আসানসোল ইএসআই হাসপাতালের ১৩৭ জন ট্রেনি নার্সকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। খুব যত্ন সহকারে প্রশিক্ষণ নিতে হবে, যাতে তারা আহত না হন। আমরা সবাই সবদিকটা দেখছি।"
জানা গেছে, এই কর্মশালায় দুজন প্রশিক্ষক আগামী একমাস ধরে ১৩৭ জন ট্রেনি নার্সকে জুডো, ক্যারাটে সহ বিভিন্ন কৌশল শেখাবেন। যাতে তারা কোথাও, কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সামনে পড়লে নিজেদের বাঁচাতে পারেন।