শেষ আপডেট: 14th August 2024 20:22
দ্য ওয়াল ব্য়ুরো, পশ্চিম বর্ধমান: দিনেদুপুরে চিকিৎসকের বাড়ির দরজা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা। আসানসোল ইএসআই হাসপাতাল চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ডাক্তার জীবন কর্মকার ইএসআই হাসপাতালের ডায়ালোসিস ইনচার্জ হিসাবে কর্মরত। চিকিৎসকের বাড়ির শোয়ার ঘরের আলমারির লকার ভেঙে প্রায় ১৫ ভরির সোনার গয়না ও নগদ দেড় লক্ষ টাকা লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতী।
এই ঘটনার জানাজানি হওয়ার পরে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
১০ বছর ধরে ওই আসানসোল ইএসআই হাসপাতাল চত্বরে চারতলা একটি আবাসনের প্রথম তলায় পরিবার নিয়ে থাকেন ডাঃ জীবন কর্মকার। চিকিৎসকের স্ত্রী বর্তমানে বাপের বাড়িতে আছেন। চিকিৎসক গত সোমবার ছুটিতে থাকার কাজে যোগ দিয়েছেন। অন্যদিনের মতো তিনি বুধবার সকাল এগারোটা নাগাদ আবাসনে তালা লাগিয়ে হাসপাতালে আসেন। বেশ কিছুক্ষণ পরে অন্য এক চিকিৎসক দেখেন ডাঃ কর্মকারের বাড়ির দরজা ভাঙা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ডাঃ জীবনকে বিষয়টি জানান। ওই সময়ে বাড়িতে ছুটে আসানে চিকিৎসক। তিনি বাড়ির ভেতরে ঢুকে দেখেন আলমারি খোলা। লকার ভাঙা। সোনার গয়না নেই।
পরে চিকিৎসক বলেন, লকার থেকে ১৫ ভরির মতো সোনার গয়না ও নগদ দেড় লক্ষ টাকা চোরেরা নিয়ে গেছে। এই প্রসঙ্গে আসানসোল ইএসআই হাসপাতালের সুপার ডাঃ অতনু ভদ্র বলেন, "খুবই চিন্তার বিষয়। এতো বড়ো হাসপাতালে প্রয়োজন মতো নিরাপত্তারক্ষী ও সিসি ক্যামেরা নেই। পুলিশ ক্যাম্পও নেই। মাঝে মধ্যে পুলিশ টহল দেয়। আমি পুলিশ ক্যাম্প বসানোর পাশাপাশি ১০০ নিরাপত্তা রক্ষী ও সম পরিমাণে সিসি ক্যামেরা বসানোর কথা জানিয়ে কলকাতায় চিঠি লিখেছি। হাসপাতাল চত্বরে নার্সিং কলেজ আছে। তারপর এদিন দিনেদুপুরে চিকিৎসকের আবাসনে চুরির ঘটনা ঘটলো। তিনি বলেন, আমি ডিরেক্টরকে সবকিছু জানিয়েছি।