শেষ আপডেট: 16th September 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: টানা বৃষ্টিতে বিপর্যস্ত শিল্পাঞ্চলের জনজীবন। আসানসোল পুরএলাকা সহ গ্রামপঞ্চায়েতের চারটি ব্লকে বেশ কয়েকটি পাকা ও কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ওই বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খাবারের ব্যবস্থা করে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গবাদিপশুদের বাঁচাতে গিয়ে বাড়ির গোয়ালঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় অশোক বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। বছর বাহান্নর ওই ব্যক্তি বারাবনি ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানিগঞ্জ চটি গ্রামের বাসিন্দা। দেওয়ালের তলায় চাপা পড়ে একটি গরু মারা গিয়েছে।
সোমবার সকালে গোয়ালঘর থেকে বিকট আওয়াজ শুনতে পান বাড়ির মালিক অশোক বন্দ্যোপাধ্য়ায়। তিনি কাকা ভোলানাথকে নিয়ে গোয়ালঘরের দিকে ছুটে যান। গরুগুলির বাঁধন খোলার সময় অশোকের গায়ে হুড়হুমুড় করে ভেঙে পড়ে গোয়ালঘরের দেওয়াল। ভোলানাথের চিৎকারে বাড়ির সদস্য ঘটনাস্থলে আসেন। সকলে মিলে ধ্বংসস্তূপ সরিয়ে অচৈতন্য অবস্থায় অশোককে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আসানসোলের স্টেশন রোড ও রানিগঞ্জের সিয়ারশোলে দুটি গাছ বিপজ্জনক অবস্থায় ছিল। দুর্ঘটনা এড়াতে দুটি গাছকে কেটে ফেলার ব্যবস্থা করে প্রশাসন। এদিকে জামুরিয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাদ্যকর পাড়ায় প্রায় ১০ টি কাঁচা বাড়ি ভেঙে পড়ে। খবর পেয়ে সেখানে গিয়েছিলেন কাউন্সিলর বন্দনা রুইদাস। তিনি বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন। গৃহহীন কয়েকজনকে ত্রিপল দেওয়া হয়। অনেককেই স্থানীয় ক্লাব ও স্কুলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
কাউন্সিলর বন্দনা রুইদাস বলেন, "বাদ্যকর পাড়ায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বিধায়কের ছেলে অসুস্থ হওয়ার তিনি আসতে পারেননি। বোরো চেয়ারম্যানকে পরিস্থিতির কথা জানানো হয়েছে। যেসব বাড়ি ভেঙে পড়েছে, সেইসব বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হয়েছে।"
আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, "বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে বিভিন্ন ব্লকে। পুরএলাকাতেও এই ঘটনার খবর পাওয়া গেছে। আসানসোল ও রানিগঞ্জে দুটি গাছ কাটার ব্যবস্থা করা হয়েছে। এদিন সকালে বারাবনি ব্লকে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। আর কোথাও হতাহতের ঘটনা ঘটেনি। মহকুমা প্রশাসনের তরফে নজরদারি করা হচ্ছে।"