শেষ আপডেট: 7 July 2022 08:46
দ্য ওয়াল ব্যুরো: পুকুর থেকে লাফিয়ে সোজা নাকের ফুটোয় ঢুকে পড়েছিল একটা আস্ত চিংড়ি মাছ (Prawn)। নাকের ভিতর তার সে কী ছটফটানি! অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সেই মাছ চাষিকে অনেক কষ্টে বাঁচালেন ডাক্তাররা।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার গণপাভরম গ্রামে। চাষির নাম সত্যনারায়ণ (Viral News)। এদিন মাঠের পুকুরে ঝুঁকে কিছু কাজ করছিলেন তিনি। তখনই হঠাৎ বিপত্তি। একটা আস্ত চিংড়ি জল থেকে ছিটকে ওঠে, সোজা ঢুকে যায় সত্যনারায়ণের নাকে।
নাকের ভিতর চিংড়ির ছটফটানিতে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল ওই চাষির। তিনি নিশ্বাস নিতে পারছিলেন না। নাক থেকে চিংড়িটিকে যতই তিনি বের করার চেষ্টা করছিলেন, ততই বুঝতে পারছিলেন সেটি আরও ভিতরে ঢুকে যাচ্ছে।
সত্যনারায়ণের এমন অবস্থা দেখে ছুটে আসেন অন্যান্যরা। তাঁরাই তাঁকে নিয়ে হাসপাতালে ছুটে যান। চিংড়িটি বের করে আনতে সফল হন ডাক্তাররা। তাও আবার জ্যান্ত অবস্থায়।
এন্ডোস্কোপির মাধ্যমে চিংড়িটি নাকের ভিতরে ঠিক কোথায় আছে তা আগে নির্ণয় করেন তাঁরা। তারপর ধীরে ধীরে অনেক কায়দা করে সেটি বের করা হয়। সত্যনারায়ণ এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। চিংড়ির জন্য তাঁর নাক কিছুটা ক্ষতবিক্ষত হয়েছে, তবে ফুসফুসের কোনও ক্ষতি হয়নি। সকলেই বলছেন, চিকিৎসকদের হস্তক্ষেপে আর কিছুটা দেরি হলেই তাঁকে হয়তো আর বাঁচানো যেত না।
আরও পড়ুন: আকাশ হঠাৎ গাঢ় সবুজ! তার পরেই হুড়মুড়িয়ে ঝড় এল আমেরিকায়, প্রকৃতির এ কেমন রূপ?