শেষ আপডেট: 15th August 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মেয়েদের প্রতিবাদের রাতেই নৃশংসভাবে গলা কেটে খুনের অভিযোগ উঠল বর্ধমানে। জানা গিয়েছে ওই তরুণীর বাড়ি নান্দুর গ্রামে। বৃহস্পতিবার দোষীদের দ্রুত শাস্তি চেয়ে বর্ধমান থানা ঘেরাও করেন জনজাতি সম্প্রদায়ের মানুষ। তীর-ধনুক, অস্ত্রশস্ত্র নিয়ে স্ত্রী ও পুরুষ নির্বিশেষে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরুদ্ধ হয়ে যায় থানার সামনে রাস্তা।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে নান্দুর গ্রামে ওই এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নান্দুরের ঝাপানতলা এলাকায়। বেঙ্গালুরুতে শপিং মলে কাজ করতেন ওই তরুণী। দু'দিন আগে ওই তরুণী গ্রামের বাড়ি ফিরে আসে।
সন্ধেবেলায় বাথরুমে যাওয়ার নাম করে ঘরের বাইরের বেরিয়ে ছিলেন ওই তরুণী। বেশ অনেকক্ষণ ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তা করতে থাকেন। বাইরে বিয়ে তাঁরাও মেয়ের খোঁজ করতে শুরু করেন। পরে গভীর রাতে বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যেই তাঁর গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। বাড়িতে কান্নার রোল পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত করতে যায় বর্ধমান ও শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের আধিকারিক যান ঘটনাস্থলে গিয়েছিলেন। জেলা পুরো সুপার আমন দীপ বলেন, তদন্ত শুরু হয়েছে। বেশ খানিকটা অগ্রগতিও হয়েছে। খুব তাড়াতাড়ি অপরাধী গ্রেফতার হবে।