শেষ আপডেট: 30th October 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বিশ্ব বাংলার লোগো লাগানো সরকারি ত্রিপল ব্যবহার হচ্ছে শ্রাদ্ধে! এমন ছবি ধরা পড়ল দুর্গাপুরের সিটি সেন্টারে।
দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বোরো কর্মী শুভ দত্ত। বেশ কয়েকদিন আগে তাঁর মা মারা যান। তাঁরই শ্রাদ্ধ ছিল। এই শ্রাদ্ধানুষ্ঠানে প্যান্ডেল তৈরি হয়েছে বিশ্ব বাংলার লোগো লাগানো সরকারি ত্রিপল দিয়ে। এমন ঘটনা সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে।
কী করে সরকারি ত্রিপল মায়ের পারলৌকিক কাজে তিনি ব্যবহার করতে পারলেন, সেই প্রশ্নের উত্তরে দিতে গিয়ে অস্বস্তিতে পড়েন অভিযুক্ত বোরো কর্মী। অভিযুক্ত শুভ দত্তের দাবি, সরকারি ত্রিপল সেখানে কীভাবে এল, তা তিনি জানেন না। উল্টে ডেকোরেট কর্মীদের বিরুদ্ধে এই সমস্ত ঘটনার দায়ে চাপিয়েছেন শুভবাবু। যদিও ডেকোরেটর কর্মীদের দাবি, শ্রাদ্ধানুষ্ঠানের ত্রিপল বাড়ি মালিক অর্থাৎ শুভ দত্তই দিয়েছিলেন।
পুজোর আগে সরকারি ত্রিপল না পাওয়া নিয়ে দুর্গতরা ক্ষোভে ফেটে পড়েছিলেন। ত্রাণ নিয়েও অনেক অভিযোগ করেছিলেন দুর্গতরা। এদিকে সেই সরকারি ত্রিপলই পুরসভার কর্মী তাঁর ব্যক্তিগত কাছে ব্যবহার করছেন। এই ঘটনা সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন রাজনৈতিক নেতারা।
নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্য়ায় বলেন, এটা খুব অন্যায় কাজ। এই ঘটনার তদন্ত শুরু করবে দুর্গাপুর নগর নিগম। আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের কমিশনারও।
দুর্গাপুর দু'নম্বর ব্লকের তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্য়ায় বলেন, দল এই কাজকে সমর্থন করে না। ঘটনাটি খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে। ঘটনা নিয়ে সুর চড়িয়েছে দুর্গাপুর নগর নিগমের বিরোধী নেতৃত্বও।