শেষ আপডেট: 30th October 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এবার সাইবার অপরাধীদের খপ্পরে আসানসোল পুরনিগম। তাদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৪০ লক্ষ টাকা। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে আসানসোল সাইবার সেল।
পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনার পিছনে মধ্যপ্রদেশের সাইবার চক্রের কাজ। তহবিল থেকে ৪০ লক্ষ টাকারও বেশি টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে এই টাকা তোলার জন্য একটি চেক কাটা হয়েছিল। পরে সেই চেকটি বাতিল করা হয়। এরপরেই আসানসোল পুরনিগমের তহবিল থেকে ৪০ লক্ষ টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুরনিগমের অ্য়াকাউন্ট রয়েছে। সেখানে থেকে টাকা তোলা হয়েছে। আসানসোলের মেয়র বিষয়টি জানতে পেরে পুরনিগমের অর্থ বিভাগকে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। ইতিমধ্যেই সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেছে পুরনিগম।
কীভাবে হল প্রতারণা? তার উত্তরে পুলিশ জানিয়েছে, ভুয়ো লেটার প্যাড তৈরি করে তাতে ভুয়ো ফোন নম্বর বসিয়ে ব্যাঙ্কে দিয়ে আসা হয়। তারপর সেই নম্বর ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুরনিগম প্রথমে টের পাইনি। গত ২৮ অক্টোবর এই ঘটনা নজরে আসে মেয়র বিধান উপাধ্য়ায়ের। যদিও তাঁর দাবি ধরপাকড় করার পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ১২ লক্ষ টাকা উদ্ধার করেছে। পুলিশ ওই ভুয়ো লেটার প্যাড, মোবাইল নম্বর এবং টাকা হাতানোর সূত্র ধরেই পুরনিগমের টাকা উদ্ধার করার চেষ্টা করছে।