শেষ আপডেট: 29th November 2023 17:09
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের জাতীয় সড়কের দুর্ঘটনা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। বুধবার সকালে হুগলির গুড়াপ থানার কংসারিপুর মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি যন্ত্রচালিত ভ্যান এবং ডাম্পারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃতরা হলেন জীবনদীপ বাউল দাস (২৬), মঙ্গলদীপ বাউল দাস (৩২), বিশ্বজিৎ রায় (৩৫) এবং দিবাকর সিং(২২)। তাদের প্রত্যেকের বাড়ি হুগলির গুড়াপ থানার সিয়াপুর গ্রামে।
জানা গেছে, মোটরভ্যানে ঢালাই মেশিন চাপিয়ে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন তাঁরা। আচমকা তীব্র গতিতে আসা একটি ডাম্পার ওই মোটরভ্যানটিকে ধাক্কা মারে। আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারে হাত লাগান। খবর পেয়ে আসে পুলিশও। চারজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশী কিশোর বাউল দাস বলেন, এরা চারজনেই ঢালাইয়ের কাজ করেন। এদিন মোটরভ্যানে ঢালাই মেশিন চাপিয়ে ঢালাইয়ের কাজ করতেই যাচ্ছিলেন। কংসারিপুর মোড়ে জাতীয় সড়কের ওঠার সময় প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি ডাম্পার মোটরভ্যানটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় ডাম্পারটি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাম্পারটির খোঁজ শুরু করেছে পুলিশ।
মৃত চারজনই হুগলির গুড়াপ থানার সিয়াপুর গ্রামের বাসিন্দা। একইসঙ্গে চার যুবকের মৃত্যুর খবর এসে পৌঁছতেই শোকে আচ্ছন্ন হয়ে পড়েন গ্রামের মানুষ। ঘরে ঘরে ওঠে কান্নার রোল। ডাম্পার চালককে খুঁজে বের করার দাবি জোরদার হচ্ছে।