Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তি

বেঙ্গালুরুতে গোডাউনে বিস্ফোরণ, হত ৩, রাসায়নিক পদার্থ মজুতের জের?

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর (bengaluru blast)  নিউ থারাগুপেট এলাকায় বৃহস্পতিবার একটি গুদামে (godown) আচমকা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হল। জখম হয়েছে চারজন। একটি পাংকচার দোকানের পাশে ট্রান্সপোর্ট গোডাউনে বিস্ফোরণ হয় বলে জানান বেঙ্গালুরু

বেঙ্গালুরুতে গোডাউনে বিস্ফোরণ, হত ৩, রাসায়নিক পদার্থ মজুতের জের?

শেষ আপডেট: 23 September 2021 07:54

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর (bengaluru blast)  নিউ থারাগুপেট এলাকায় বৃহস্পতিবার একটি গুদামে (godown) আচমকা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হল। জখম হয়েছে চারজন। একটি পাংকচার দোকানের পাশে ট্রান্সপোর্ট গোডাউনে বিস্ফোরণ হয় বলে জানান বেঙ্গালুরু সাউথ ডেপুটি কমিশনার অব পুলিশ হরিশ পান্ডে। কোনও  রাসায়নিকের (chemical) প্রভাবে বিস্ফোরণ হয়েছে।  ৮০ বাক্স বিস্ফোরক (explosives) সেখানে মজুত রাখা ছিল। তার মধ্যে কটিতে বিস্ফোরণ  হয়েছে, খতিয়ে দেখতে হবে, বলেন তিনি।  নিহতদের একজন মজুর, বাক্সগুলি তিনি দেখভাল করছিলেন, বিস্ফোরণের জেরে তার মারাত্মক অঙ্গহানি হয়েছে বলে জানান পুলিশকর্তা। বলেন, বাক্সগুলি হ্যান্ডল করতে গিয়ে বিস্ফোরণ হয়েছে বলে মনে হচ্ছে। তবে ফরেনসিক টিম এসে দেখলেই  প্রকৃত কারণ বোঝা যাবে। সেইসঙ্গে জানান, সিলিন্ডার বা বাজি বিস্ফোরণ বা শর্ট সার্কিট বিস্ফোরণ, কোনওটাই হয়নি। কোনও কম্প্রেসরের টুকরোও ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিস্ফোরণের উত্স খতিয়ে দেখা হচ্ছে।   জানা গিয়েছে,  গুদাম ঘরটি একটি ট্রান্সপোর্ট কোম্পানির। ঘরটি অস্থায়ী গোডাউন হিসাবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে বিস্ফোরক রাখার কথাই নয়। বিস্ফোরণের জেরে আগুন ধরে গিয়েছিল। তবে তা পরে নিয়ন্ত্রণে আসে।  

ভিডিও স্টোরি