দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর (bengaluru blast) নিউ থারাগুপেট এলাকায় বৃহস্পতিবার একটি গুদামে (godown) আচমকা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হল। জখম হয়েছে চারজন। একটি পাংকচার দোকানের পাশে ট্রান্সপোর্ট গোডাউনে বিস্ফোরণ হয় বলে জানান বেঙ্গালুরু সাউথ ডেপুটি কমিশনার অব পুলিশ হরিশ পান্ডে। কোনও রাসায়নিকের (chemical) প্রভাবে বিস্ফোরণ হয়েছে। ৮০ বাক্স বিস্ফোরক (explosives) সেখানে মজুত রাখা ছিল। তার মধ্যে কটিতে বিস্ফোরণ হয়েছে, খতিয়ে দেখতে হবে, বলেন তিনি। নিহতদের একজন মজুর, বাক্সগুলি তিনি দেখভাল করছিলেন, বিস্ফোরণের জেরে তার মারাত্মক অঙ্গহানি হয়েছে বলে জানান পুলিশকর্তা।
বলেন, বাক্সগুলি হ্যান্ডল করতে গিয়ে বিস্ফোরণ হয়েছে বলে মনে হচ্ছে। তবে ফরেনসিক টিম এসে দেখলেই প্রকৃত কারণ বোঝা যাবে। সেইসঙ্গে জানান, সিলিন্ডার বা বাজি বিস্ফোরণ বা শর্ট সার্কিট বিস্ফোরণ, কোনওটাই হয়নি। কোনও কম্প্রেসরের টুকরোও ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিস্ফোরণের উত্স খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, গুদাম ঘরটি একটি ট্রান্সপোর্ট কোম্পানির। ঘরটি অস্থায়ী গোডাউন হিসাবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে বিস্ফোরক রাখার কথাই নয়। বিস্ফোরণের জেরে আগুন ধরে গিয়েছিল। তবে তা পরে নিয়ন্ত্রণে আসে।