শেষ আপডেট: 17th October 2024 18:17
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মাত্র ২৪ ঘণ্টায় ১৮ টি যমজ শিশুর জন্ম হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। একে বিরলতম ঘটনা বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে রাজ্যের কোনও হাসপাতালে এমন নজির আছে বলে মনে করতে পারছেন না কেউ।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, নবজাতকদের মধ্যে ১১ জন কন্যাসন্তান। ৭ জন পুত্রসন্তান। সব শিশু ও তাদের মায়েরাও সুস্থ আছেন। চারজনের ওজন কম থাকায় তাদের এনআইসিইউতে রাখা আছে। তারাও ভাল আছে। তিনি বলেন, "হাসপাতালের সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই চাপ সামলেছেন জুনিয়র ডাক্তাররা। যমজ শিশুর জন্ম সব সময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল।"
বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, রেফারেল হাসপাতাল হওয়ায় অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয় এখানে। পরিসংখ্যানে দেখা যায়, ৮০ জনের মধ্যে একজন প্রসূতি যমজ সন্তানের জন্ম দেন। তিনি বলেন, "এবার একটি ছাড়া সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে। চিকিৎসক, জুনিয়র ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীরা দারুনভাবে এই চ্যালেঞ্জ নিয়েছেন।"
বর্ধমানের কাইতির বাসিন্দা কৃষ্ণা নায়েক। তার পরিবারে যমজ কন্যা জন্মানোয় নাম দিয়েছেন লক্ষ্মী আর সরস্বতী। বেজায় খুশি এই পরিবার। শিখা সাঁতরা জানান, তার ভাগ্নীরও যমজ শিশু জন্মেছে। তাঁরা বলেন, "হাসপাতালের ব্যবস্থাপনা খুব ভাল। ডাক্তারবাবুরাও খুবই আন্তরিক।"