শেষ আপডেট: 10th December 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দিনভর ইডির তল্লাশি চলল বর্ধমানে। মঙ্গলবার সকাল ৭ টায় বর্ধমানের লস্করদিঘির পূর্বপাড়ার বাসিন্দা মইনুল হাসান মল্লিকের বাড়িতে ইডির একটি টিম হানা দেয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
মইনুল হাসান মল্লিক ওরফে হাসান আলি পেশায় দর্জি।
ইডির পাঁচজনের একটি দল সকাল ৭ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায়। মইনুল হাসান মল্লিক জানান, গত ২১ নভেম্বর তাঁর অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা পাঠিয়েছিল সুকান্ত ব্যানার্জী নামে তাঁর একজন পরিচিত। সুকান্তর বাড়ি দক্ষিণেশ্বরে। ওই দিনই মইনুল সুকান্তর কথা মতো বর্ধমানের ভাঙাকুঠি এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা থেকে একজনকে ওই ১০ লক্ষ টাকা তুলে দেন। ওই ব্যক্তি তার অপরিচিত বলে দাবি করেন
মইনুল হাসান মল্লিক। সেই ১০ লক্ষ টাকার লেনদেনের পরিপ্রেক্ষিতেই তাঁর বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেন বলে দাবি করেন মইনুল হাসান মল্লিক ওরফে হাসান আলি।
জানা গেছে, কোভিডের পর কাতারে দেড় বছরের মতো ছিলেন হাসান। সেখানে তিনি টেলারিংয়ের কাজ করতেন। তিনি আবাস যোজনার ঘর পেয়েছেন। সেই ঘর তৈরির জন্য ১ লক্ষ টাকা পান। পাশাপাশি তিনি ১০ লক্ষ টাকা লোন করেন। হাসান ছোটভাই। তার দাদার বাড়িও একই জায়গায়। বাবা মা আছেন। পরিবারের লোকেদের সঙ্গে তার সম্পর্ক তেমন ভাল নয়।
হাসান বলেন, "ইডি আধিকারিকরা আমাকে সাত দিন সময় দিয়েছেন। এই সাতদিনের মধ্যে ওই ১০ লক্ষ টাকা উদ্ধার করে তাদের হাতে দিতে হবে। না হলে আমার বাড়ি সিজ করার পাশাপাশি আমাকে গ্রেফতার করা হবে।" এদিকে সুকান্ত ব্যানার্জির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সে হাসানকে চেনে না বলে জানায়। জিজ্ঞাসাবাদ শেষে ইডি আধিকারিকরা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।